ঢাকা ১৯ আশ্বিন ১৪৩১, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৬:১৮ পিএম
কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিহত যুবলীগ নেতা তানভীর আহমেদ ভূঁইয়া

কুমিল্লার চান্দিনায় যুবলীগ নেতা তানভীর আহমেদ ভূঁইয়াকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৪ জুন) দিবাগত রাতে উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। 

বুধবার (৫ জুন) সকালে গড়ামারা গ্রামের একটি বাড়ি থেকে তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লাশ পাওয়া গেছে যার বাড়িতে, সেই সেলিম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।

তবে আটক সেলিম মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী রাবেয়ার দাবি, মঙ্গলবার রাত ২টায় তানভীর তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার স্বামীর সঙ্গে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। আর স্বামী তানভীরকে মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে তার মৃত্যু ঘটে।

তবে ওই হত্যাকাণ্ড নিয়ে এলাকায় ধূম্রজাল বিরাজ করছে। নিহত তানভীরের লাশ যে জায়গা থেকে উদ্ধার করা হয়েছে, সেই স্থানটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এমন স্থান থেকে রক্তাক্ত অবস্থায় নিহত তানভীরের লাশ উদ্ধার বা সেলিমের ঘরে তার স্ত্রীকে ধর্ষণচেষ্টার বিষয়ে এলাকাবাসী কিছুই জানেন না বলে জানিয়েছেন। যার ফলে এই অপমৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, এ বাড়িতে প্রায় সবারই টিনের ঘর। একটি ঘর থেকে অপর একটি ঘরের দূরত্ব ৪-৫ ফুটের বেশি নয়। রাতে যদি এমন ধর্ষণের ঘটনা বা মারামারি হতো তাহলে আশপাশের মানুষ নিশ্চিয়ই টের পেত। যে কারণে বিষয়টি নিয়ে সবার মাঝে কৌতূহল দেখা দিয়েছে।

নিহত তানভীর আহমেদ ভূঁইয়া একই ইউনিয়নের গনিপুর গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে। তিনি বাড়েরা ইউনিয়ন যুবলীগ কমিটির সহসভাপতি। এলাকায় নানা কর্মকাণ্ডের কারণে বেশ সমালোচিত তানভীর। তার বিরুদ্ধে চান্দিনা ও তিতাস থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত তানভীরের মা নিলুফা বেগম বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতের খাবার খেয়ে আমার ছেলে ঘর থেকে বের হয়ে যায়। রাত ১২টায় তার মোবাইলে ফোন করলে তানভীর আমাদের ‘আসতেছি’ বলে জানায়। তারপর থেকে আর ফোন রিসিভ করেনি। ওই মহিলা যা বলছেন তা মোটেও সত্য নয়। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”

বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভূঁইয়া বলেন, ‘আমিও ঘটনাস্থলে গিয়েছি, হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনাস্থলটি এতই ঘনবসতিপূর্ণ যে ওই বাড়িতে কোনো উঠানও নেই। বাড়ির বা পাশাপাশি মানুষ ঘটনাটি জানবে না, সেটা হতে পারে না। স্থানীয় কোনো মানুষ মুখ খুলছে না।’

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন দত্ত জানান, নিহত তানভীরের শরীরে আঘাতের চিহ্ন ও পায়ে কাটা চিহ্ন আছে। তবে কী কারণে হত্যা করা করেছে, এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো উদঘাটন হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সেলিম মিয়াকে থানায় আনা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পূর্বশত্রুতার জের ধরে এমনটা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়া নিহতের বিরুদ্ধে চান্দিনা ও তিতাস থানায় অস্ত্র ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। 

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৯ পিএম
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর আমিন উল্ল্যাহ মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা ওই এলাকার আমিন উল্ল্যাহ মৌলভী বাড়ির আলাউদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম নিলয় (১০) ও সালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিলয় ও নাজিফা বাড়ির পাশে খালি জায়গায় খেলা করছিল। এ সময় সেখানে জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক লাইনের ছেঁড়া তারে আশপাশের জায়গাগুলো বিদ্যুতায়িত হয়ে যায়। খেলতে খেলতে এক সময় শিশু নিলয় ও পরে নাজিফা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

তোফায়েল আহাম্মদ নিলয়/এমএ/

রূপসী ঝরনায় নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৩১ পিএম
রূপসী ঝরনায় নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার
রূপসী ঝরনার গভীর কূপ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার। ছবি : খবরের কাগজ

চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসী ঝরনার গভীর কূপ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের রূপসী ঝরনা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মুসফিকুর রহমান আদনান (২১) ও মাহবুব রহমান মুত্তাকিম (২১)। 

নিহতদের মধ্যে আদনান ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও মাদারীপুরের চাষাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে। আর মুত্তাকিম নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও লক্ষ্মীপুরের মৃত মোহাম্মদ মুরাদের ছেলে।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী।

জানা যায়, সকালে রূপসী ঝরনায় ১৪ জন পর্যটক একসঙ্গে ঘুরতে যান। ঝরনা উপভোগের একপর্যায়ে ছবি তোলার সময় মুত্তাকিম পা পিছলে ঝরনার কূপে পড়ে যান। পরে আদনান তাকে উদ্ধার করতে গেলে তিনিও কূপে পড়ে যান। এরপর থেকে তারা নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘দুইজন পর্যটক নিখোঁজের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পৌঁছায়। এরপর চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঝরনায় এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। প্রায় ৩ ঘণ্টা পর কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল ছুটে যায়। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সালমান/

ময়মনসিংহে ৪০ বস্তা চোরাই চিনিসহ গ্রেপ্তার ২

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৫:২০ পিএম
ময়মনসিংহে ৪০ বস্তা চোরাই চিনিসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৪০ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদরের রঘুরামপুর এলাকা থেকে চিনি জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর গ্রামের আব্দুল করিমের ছেলে সেলিম মিয়া (২২) ও কুদ্দুছ আলীর ছেলে ইজাজুল ইসলাম (২০)।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিপুল পরিমাণ চিনি ময়মনসিংহে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে ময়মনসিংহ সদরের রঘুরামপুর এলাকায় তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এসময় একটি পিকআপ তল্লাশি করে চোরাইপথে নিয়ে আসা ভারতীয় ৪০ বস্তা চিনি পাওয়া যায়। এসময় গাড়িতে থাকা ওই দুইজনকে গ্রেপ্তার করে চিনিসহ গাড়ি জব্দ করা হয়।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দিয়ে প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। চোরাকারবারি সব চক্রগুলো শনাক্ত করে ধরতে চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু/এমএ/

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে জামায়াতের নেতাসহ নিহত ৩

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম
আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পিএম
ট্রাক-ইজিবাইক সংঘর্ষে জামায়াতের নেতাসহ নিহত ৩
দুর্ঘটনাকবলিত ইজিবাইক। ছবি: খবরের কাগজ

জামালপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতাসহ তিনজন নিহত হয়েছেন। 

শুক্রবার (৪ অক্টোবর) সকালে শহরের টিউবওয়েলপাড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার ঝাউগড়ার কাপশহাটিয়া এলাকার জয়নাল হোসেনের ছেলে ইজিবাইকচালক রোকন মাহমুদ (৪৫), ইজিবাইকের যাত্রী একই ইউনিয়নের শেখসাদী এলাকার আব্দুস সোবাহানের ছেলে আব্দুল মালেক (৫৩) এবং জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী এলাকা থেকে একটি ইজিবাইকে তিনজন যাত্রী জামালপুর শহরের দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি শহরের টিউবওয়েলপাড় মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক রোকন মাহমুদ নিহত হন। খবর পেয়ে আহত তিন যাত্রীকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এদিকে আহত মোস্তাফিজুর রহমান ও নাদের মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করা হয়। 

পরে ময়মনসিংহে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। অপর যাত্রী নাদের মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।   

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বাকি দুজন হাসপাতালে মারা গেছেন। তাদের মরদেহ আনার কাজ চলছে। চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

আসিফ/পপি/

মিরসরাইয়ে রূপসী ঝরনায় ২ পর্যটক নিখোঁজ

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ০২:০৭ পিএম
মিরসরাইয়ে রূপসী ঝরনায় ২ পর্যটক নিখোঁজ
মিরসরাইয়ে রূপসী ঝরনা

চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসী ঝরনার কূপে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (৪ অক্টোবর) সকালে নিখোঁজের এ খবর পাওয়া যায়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে ঝরনা এলাকায় কয়েকজন পর্যটক ঘুরতে যান। ঝরনার কূপে দুই পর্যটক নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে যান।
ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ঝরনায় দুজন পর্যটক নিখোঁজের খবরে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তবে এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি।

মেহরাজ/পপি/