উপজেলা নির্বাচন ঘিরে যশোর শহরতলিতে মোহাম্মদ আলী নামে এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৬ জুন) মধ্যরাতে শহরতলির বাহাদুরপুর তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী বাহাদুরপুরের আব্দুর রহমানের ছেলে। তিনি যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন বলে জানা গেছে।
ঘোড়া প্রতীকের ফাতেমা আনোয়ারের কর্মীরা আলীকে হত্যা করেছে বলে স্বজনদের দাবি। নিহত আলীর বিরুদ্ধেও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। তার নামে কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশসূত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলী মোটরসাইকেল প্রতীকের বিজয় উপলক্ষে রাতে ওই এলাকায় খাওয়া-দাওয়ার আয়োজন করেন। খাওয়া-দাওয়া শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ৪-৫ জন যুবক তাকে ধাওয়া করে ধরে মাথায় একাধিক গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুজায়েত জানান, ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়েছে। তার মাথায় দুটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক খবরের কাগজকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ‘জড়িতদের ধরতে পুলিশের একাধিক গ্রুপ কাজ শুরু করেছে।’
এইচআর তুহিন/ইসরাত চৈতী/