সৌদি আরবে আগুনে পুড়ে চার বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা রিয়াদের মুসাসানাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন। গত বুধবার সৌদির স্থানীয় সময় বিকেল ৫টার দিকে আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা। নিহতরা হলেন উপজেলার তেজনন্দি গ্রামের ফারুক হোসেন, শিকারপুর গ্রামের এনামুল হোসেন ও দিঘা স্কুলপাড়া গ্রামের শুকবর রহমান।
তেজনন্দি গ্রামের ফারুক হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, ফারুকের স্ত্রী ও দুই সন্তান বারবার কান্নায় ভেঙে পড়ছেন। ফারুকের ভাতিজা পিন্টু আলী জানান, তার চাচা ৬ বছর আগে ধারদেনা করে সৌদি আরবে যান। গত ৮ মাস আগে স্থায়ীভাবে সোফা তৈরির কারখানায় চাকরি নেন।
দিঘা গ্রামের নিহত শুকবর আলীর মেয়ের জামাই বিদ্যুৎ হোসেন জানান, তার শ্বশুর আড়াই বছর আগে জমি বিক্রি ও ধার করে সৌদি যান। এখন পর্যন্ত ধারের টাকা শোধ করতে পারেননি তিনি।
শিকারপুর গ্রামের এনামুলের চাচা জাহিদুল ইসলাম জানান, এনামুল তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। ধার করে সৌদি যান। একমাত্র ছেলেকে হারানোর শোকে তার বাবা-মা পাথর হয়ে পড়েছেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস বলেন, সৌদি আরবে আগুনে পুড়ে তিনজন নিহতের খবর পেয়েছি। তাদের পরিবারের খোঁজখবর রাখা হচ্ছে। এ ছাড়া লাশ দেশে আনতে সার্বিক সহযোগিতা করা হবে।