সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবিরের অপসারণের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছেন জেলার সাংবাদিকরা। এর আগে দেওয়া ৭২ ঘণ্টার মধ্যে পরিচালকের অপসারণের আল্টিমেটাম শেষ হওয়ার পর তারা এই কর্মসূচি দিল।
রবিবার (১৪ জুলাই) দুপুর সোয়া ১২টার সময় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। আধা ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন শেষে তারা সড়কের ওপরে বসে পড়েন। এ সময় প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়।
কর্মসূচি পালনকারীরা দাবি করেন, ডা. মো. হুমায়ুন কবির পরিচালক পদে যোগদানের পর থেকেই মেডিকেলের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। পরিচালকের অদক্ষতার কারণে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। যে কারণে সাংবাদিক দেখলেই তিনি ও তার অধস্তনরা অসদাচরণ করেন।
তারা মনে করেন, দক্ষিণবঙ্গের অন্যতম চিকিৎসা কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে এসে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। অবিলম্বে পরিচালককে অপসারণের দাবি জানিয়ে আন্দোলনকারীরা জানান, অন্যথায় তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
মানববন্ধনে ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজুল ইসলাম মিলন, মফিজ ইমাম মিলন, সহ-সভাপতি সঞ্জিব দাস, নাজিম বকাউল, আশিষ পোদ্দার বিমান, মোহাম্মদ সেলিম মোল্লা, আবিদুর রহমান নিপু প্রমুখ বক্তব্য রাখেন।