সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে লালমনিরহাটে সহিংস ঘটনায় প্রায় দেড়'শ জনের নাম উল্লেখ করে দায়ের দুই মামলায় জামায়াত ও বিএনপি নেতাসহ এপর্যন্ত ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার এসআই রশিদুল ইসলাম বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ১নং আসামি করে ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়-সাত'শ জনের নামে মামলা করা হয়। অপরদিকে হাতিবান্ধা থানায় ৯০ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক অজ্ঞাত নামে মামলা হয়েছে। এরমধ্যে সদর থানায় জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য, জামায়াতের অঙ্গ যুব সংগঠনের জেলা সভাপতি, সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি এবং উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজ হায়দার লাবলু, বিএনপি সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিঠুনসহ ১৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
এদিকে হাতিবান্ধা থানায় দায়ের করা মামলায় উপজেলা কৃষকদলের সভাপতি ইউপি সদস্য আমিনুল ইসলামসহ তিন জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই জেলা শহরের মিশন মোড় থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় একজন এসআইসহ আট পুলিশ সদস্য আহত হন। এছাড়াও বিক্ষোভকারীদের মধ্যেও কয়েকজন আহত হন।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, ওই মামলায় জামায়াত ও বিএনপি নেতাসহ ১৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে ১৮ জুলাই জেলার হাতিবান্ধা উপজেলায় কোটা সংস্কার আন্দোলনকারীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় বিলবোর্ড ভাঙচুর করে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক অজ্ঞাত নামে মামলা করেন। মামলায় মানবকণ্ঠ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, কলকাতা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি মোস্তাফিজার রহমান মোসতাকেও আসামি করা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ মামলায় উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য কৃষকদল নেতা আমিনুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।