মাগুরায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আরাফাত (১৫) ও বাঁধন (১৬) নামে দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর বন্ধু রমজান (১৭) গুরুতর আহত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত জেলা সদরের জগদল ইউনিয়নের শ্যাওলাডাঙ্গা গ্রামের ফিরোজ আলমের ছেলে। নিহত বাঁধনের পরিচয় পাওয়া যায়নি। আহত রমজান পৌর এলাক বরুনাতৈল গ্রামের দুর্লভের ছেলে।
হাইওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে রামনগরের দিকে যাচ্ছিল। পথে পারনান্দুয়ালী এলাকায় বাস টার্মিনালের সামনে অজ্ঞাত পরিবহনের চাপা থেকে বাঁচতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়।
স্থানীরা তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরাফাতের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য বাঁধনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত রমজানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা হাইওয়ে পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল খবরের কাগজকে বলেন, ‘ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
কাশেমুর/ইসরাত চৈতী/অমিয়/