ফরিদপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলায় দায়িত্বরত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাহিদুল আমিন শেখ।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ফরিদপুর সার্কিট হাউসে হিন্দু ও খ্রিষ্ট্রান সম্প্রদায়ের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয় জেলার সার্বিক পরিস্থিতি।
সেনাবাহিনীর কর্মকর্তা বলেন, পরিস্থিতি উত্তরণে ভূমিকা নেওয়া হবে।
তিনি ফরিদপুরের হিন্দু অধ্যুষিত এলাকায় টহল জোরদার ও যেকোনো প্রয়োজনে তাকে জানানোর অনুরোধ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক মজুমদার, জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সত্যজিৎ মুখার্জি, শহর পূজা কমিটির সভাপতি রাম দত্ত, কোতোয়ালি পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায়, খ্রিষ্টান মিশনের প্রধান পল বিশ্বাস, ফরিদপুর শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারীসহ ফরিদপুর ইসকনের প্রধান, ফরিদপুর খ্রিস্টান মিশনের প্রধান সঞ্জয় কুমার প্রমুখ।