ময়মনসিংহ নগরীতে নৌকার আকৃতিতে তৈরি করা সড়কবাতি সরানো হয়েছে। এসব সড়কবাতিতে হামলা চালানো হতে পারে- এমন আশঙ্কায় ময়মনসিংহ সিটি করপোরেশন কর্তৃপক্ষ এসব সরিয়ে নিয়েছে। এতে সাধারণ জনতা খুশি হলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনে করছেন শহরের সৌন্দর্য কমে গেছে।
সোমবার (১২ আগস্ট) দুপুরে সরেজমিনে শহরের নতুন বাজার, চরপাড়া, পাটগুদাম ব্রিজ মোড়সহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, ল্যাম্পপোস্টগুলো থেকে নৌকার আকৃতি বাতি সরিয়ে ফেলা হয়েছে।
নতুন বাজার এলাকার আব্দুল হাই নামের একজন খবরের কাগজকে বলেন, ‘নতুন করে দেশ স্বাধীন হয়েছে। তাই ল্যাম্পপোস্টগুলোয় কোনো রাজনৈতিক দলের প্রতীক না থাকাই ভালো। নৌকার আকৃতি সরানোর কারণে সৌন্দর্য কমেনি। বরং এখন সব শ্রেণি-পেশার লোকজন খুশি হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল পদে থাকা এক নেতা বলেন, ‘ল্যাম্পপোস্টে নৌকা আকৃতি দেওয়ার পর থেকেই নগরীর সৌন্দর্য বেড়ে গিয়েছিল। এটি খুলে ফেলার কোনো যৌক্তিকতা নেই। এখন আওয়ামী লীগের দুর্দিন চলছে। তাই আওয়ামী লীগের বিরোধীরা যেভাবে পারছে দলটির নাম-নিশানা মুছে ফেলতে চেষ্টা করছে। কিন্তু তারা জানে না, আওয়ামী লীগ জনগণকে ঐক্যবদ্ধ করে আবারও শক্তি নিয়ে মাঠে দাঁড়াবে। ল্যাম্পপোস্টে নৌকা আকৃতি ভাঙচুর হতে পারে, এমন আশঙ্কা থেকেই সিটি করপোরেশন কর্তৃপক্ষ এটি সরিয়ে নিয়েছে।’
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) সূত্র জানায়, ২০২২ সালে মসিকের বিভিন্ন ওয়ার্ডে ৪৯ কোটি টাকার প্রকল্পের আওতায় সড়কবাতি স্থাপনের কাজ শুরু হয়। বিভিন্ন ওয়ার্ডে এলইডি সড়কবাতি লাগানো হয়। পরের বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নৌকার আদলে তৈরি আধুনিক এলইডি সড়কবাতি স্থাপন করা হয়, যা সবার নজর কাড়ে।
এ বিষয়ে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী খবরের কাগজকে বলেন, ‘যেকোনো সময় হামলা চালিয়ে ল্যাম্পপোস্টে নৌকা আকৃতি ভেঙে ফেলা হতে পারে, এমন আশঙ্কায় মসিকের উদ্যোগে নৌকা আকৃতি সরানো হয়েছে। এতে কোনো অসুবিধা হচ্ছে না। নির্বিঘ্নে চলাচল করতে পারছে মানুষ।’