বরগুনায় চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জেলা যুবদলের সহসভাপতি মো. গোলাম কিবরিয়াকে আটক করেছে নৌবাহিনী।
সোমবার (১২ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে বামনার বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নৌবাহিনী। পরে বামনা থানায় তাকে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বামনা থানার পরিদর্শক (তদন্ত) তুষার কুমার মণ্ডল জানান, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে সিগারেট ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘কিবরিয়াকে আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। এ মামলার অন্য আসামি সুমন গোলদার পলাতক রয়েছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মামলার বাদী আল আমিন জানান, গত রবিবার দুপুরে বামনার পূর্ব সফিপুরে রতন চন্দ্রের দোকানের সামনে গেলে গোলাম কিবরিয়া এবং সুমন গোলদার নামে দুই সাংবাদিক তার কাছ থেকে ১০ হাজার টাকা ও ৩২ হাজার ৪০০ টাকা মূল্যের ১০ কার্টন বেনসন সিগারেট ছিনিয়ে নেন। পরে তাকে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নেওয়া হলে উল্টো সেখানে বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বামনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বলেন, ‘গোলাম কিবরিয়া ও সুমন গোলদারের সাক্ষীর ভিত্তিতে সিগারেট বেশি দামে বিক্রি করায় আল আমিন নামে একজনকে জরিমানা করা হয়েছে।’
ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর বরগুনা ও পটুয়াখালীর পরিবেশক সুলতান মৃধা বলেন, ‘অন্যায়ভাবে বিক্রয় প্রতিনিধি আল আমিনকে জরিমানা করা হয়েছে। তবে তিনি বাদী হয়ে মামলা করেছেন। আশা করি, আদালত চাঁদাবাজদের সঠিক বিচার করবেন।’
জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা বলেন, ‘গোলাম কিবরিয়ার বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’