নাটোরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্টে ও অপরজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে।
সোমবার (১২ আগস্ট) রাতে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় এ দুটি ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়ার রাজিব হোসেন (৩৫) এবং নাটোরের সিংড়ার খোরশেদ মাদারের ছেলে উজির আলী (৪০)।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান এবং গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী খবরের কাগজকে জানান, মঙ্গলবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় শ্রীরামপুর এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ চত্বরে রাজিবের মরদেহ দেখতে পায়।
ধারণা করা হচ্ছে, গতরাতে ওই নলকূপের ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে গুরুদাসপুর বীর বাজার এলাকার অটোরিকশাচালক আব্দুল মালেক জানান, তিনি বাড়িতে রিকশা চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে মানুষের আনাগোনা বুঝতে পেরে চিৎকার করলে এলাকাবাসী উজিরকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে মারপিট করেন। পরে গুরুতর অবস্থায় তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে গেলে সেখানেই উজির আলীর মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আযম এবং গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্বল হোসেন খবরের কাগজকে বলেন, ‘মরদের উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’
কামাল মৃধা/ইসরাত চৈতী/অমিয়