বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের ভাড়া বাসা ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবুর বাসভবনে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে অভিযোগ করেছেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামজিদুল কবির বাবু। তবে বাবুর অভিযোগ অস্বীকার করেছেন আফরোজা খানম নাসরিন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, নগরীর কালুশাহ সড়কের হারুন অর রশিদের পাঁচ তলা বাড়ির প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত সিটি মেয়র মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ভাড়া নিয়ে বসবাস করতে ছিলেন। ৫ আগস্টের আগেই তিনিসহ তার পরিবারের সদস্যরা আত্মগোপনের রয়েছে। বুধবার দুপুরে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই দুই বাড়িতে হামলা চালানো হয়। তাদের সঙ্গে দেশীয় ধারালো অস্ত্র থাকায় স্থানীয়রা কেউ বাধা দিতে সাহস পায়নি।
ওই বাড়ি দেখভালের দায়িত্বে থাকা হারুন অর রশিদের খালাতো ভাই মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার দুপুর ১২টার দিকে বিএনপির নেত্রী নাসরিনের নেতৃত্বে একটি মিছিল নিয়ে এসে বাড়িতে উপরে হামলা করে। এ সময়ে তারা ভবনের জানালার গ্লাসগুলো ইট মেরে ভেঙে ফেলে। গত ৮/৯ দিন ধরে মেয়র খোকন সেরনিয়াত আত্মগোপনে থাকায় বাড়ির চারতলা পর্যন্ত তালাবদ্ধ আছে।
১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামজিদুল কবির বাবু বলেন, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে একটি মিছিল কালুশাহ সড়ক থেকে যাওয়ার সময়ে মেয়র ও আমার অফিস ও বাসা ভাঙচুর করা হয়। তিনি বলেন আমি কোন রাজনীতির সঙ্গে যুক্ত নই। তার পরেও তারা আমার বাসা ও অফিস ভাঙচুরে করেছে। এ বিষয়ে আমি আমি আইনি পদক্ষেপ নিবো।
তবে অভিযোগ অস্বীকার করে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন খবরের কাগজকে বলেন, মেয়র ও কাউন্সিলরের বাড়িতে কোন হামলা কিংবা ভাঙচুরে ঘটনা ঘটেনি। নগরীর সদর রোডে আমরা অবস্থান নিয়ে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালন করছিলাম। এ সময়ে বিভিন্ন দিক থেকে ফোন আসছিলো মেয়রের বাসায় বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মী মেয়রের বাসায় জড়ো হয়ে ১৫ আগস্ট পালন উপলক্ষ্যে সভা করছে। এ খবর পেয়ে আমাদের কিছু কর্মী সেখানে গিয়ে ওই সভা ভেঙে দিয়েছে। হামলা ভাঙচুরের অভিযোগ পুরোপুরি মিথ্যা ও বানোয়াট।
মঈনুল ইসলাম সবুজ/এমএ/