সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ সকল দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার জন্য আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের সিলেটের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে নগরভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন তারা।
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিলেট মহানগরের পূর্ব জিন্দাবাজারের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়করা।
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়করা বলেন, আমরা এক মাসেরও অধিক সময় বিপ্লব করে দীর্ঘ ১৫ বছরে স্বৈরাচার সরকার পতন ঘটিয়েছে। এখন প্রতিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করার আন্দোলন চালাচ্ছি। তাই স্বৈরাচারের অধীনে যত প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং এসব নির্বাচনে যারা বিজয়ী রূপে বিভিন্ন চেয়ারে বসেছে তাদের আমরা আর চেয়ারে দেখতে চাই না। এরই ধারাবাহিকতায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ সকল দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরকে ২৪ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে তারা পদত্যাগ না করলে পরে আমরা নগরভবন ঘেরাও করবো। এরপর জনতা আপনাদের বিষয়ে সিদ্ধান্ত নিবে।
প্রেসের স্বাধীনতা নিশ্চিত করবে উল্লেখ করে সমন্বয়করা বলেন, এতদিন সরকার সাংবাদিকদের গলা চেপে ধরেছিল। তাদের কুকর্ম প্রকাশ না করার জন্য। কিন্তু আমরা এমনটা চাই না। আমরা চাই সাংবাদিকের কলম চলবে দুর্বার গতিতে। আমরা নতুন, তাই বিভিন্ন বিষয়ে আমাদের ভুল ত্রুটি হতে পারে। আপনারা আমাদের ভুল ধরিয়ে দেন এটাই আমরা চাই। এই সরকারের ভাল, মন্দ সব দিক তুলে ধরবেন আপনাদের খবরে এটাই আমরা চাই।
এই আন্দোলনে নিহত সাংবাদিক এটিএম তুরাব ও শিক্ষার্থী রোদ্র সেনকে স্মরণ করে সমন্বয়করা বলেন, স্বৈরাচার সরকার পতন হওয়ার পর এখন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে বিশৃঙ্খলা, অরাজকতা ও নাশকতা করার পায়তারা করছে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, এদেশের ছাত্র সমাজ সবাইকে সঙ্গে নিয়ে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই। এদেশে কোনো মেজরিটি মাইনরিটি নেই। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশে বিশৃঙ্খলা করতে আসলে আমরা কাউকে ছাড় দেব না। সবাইকে জানাতে চাই এটা ১৪ জনের সরকার না। এটা ১৮ কোটি মানুষের সরকার। এই সরকার দেশের যে সংস্কার করবে এর সুফল সবাই ভোগ করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাবিপ্রবি ও সিলেটের সমন্বয়ক মো. গোলাম মর্তুজা সেলিমের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্নয়ক আসাদ উল্লাহ আল গালিব, শাবিপ্রবি সমন্নয়ক দেলোয়ার হোসেন শিশির, কেন্দ্রীয় কমিটির সহসমন্নয়ক ফয়সল হোসেন, শাবিপ্রবি সমন্নয়ক হাফিজুর রহমান, শাবিপ্রবি সমন্নয়ক জহিরুল ইসলাম। এসময় তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
শাকিলা ববি/এমএ/