রাজশাহীর গোদাগাড়ীতে লিটন টুডু নামে এক সাঁওতাল শ্রমিকের ভোগদখলে থাকা খাসজমি দখলে নিতে না পেরে তাকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার শিতলপুরে এ ঘটনা ঘটে। আহত লিটন টুডু উপজেলার শিতলপুর এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন, উপজেলার কুমুরপুরের বাসিন্দা রেজাউল করিম (৫০), বান্দুড়িয়ার সেরাজুল (৫০), কুমুরপুরের রতন (২৫) ও জিবু (২৮)। মারধরের শিকার লিটন টুডু বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা মুর্মু গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতকে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।
অভিযোগ সূত্রে জানা যায়, লিটন টুডু উপজেলার চরকপুর মৌজার রেকর্ডভুক্ত ১৪ শতক জমি ও ৪৪ শতক খাসজমি প্রায় ১০০ বছর ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু অভিযুক্তরা গত ১০ আগস্ট জোর করে জমি দখল করার চেষ্টা করেন। তারা গত মঙ্গলবার বাড়িতে এসে প্রাণনাশের হুমকি দেন। পরে গতকাল বুধবার লিটন টুডু ধান ভাঙতে মিলে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাতুড়ি, শাবল, সিলাই রেঞ্জ এবং বাঁশ দিয়ে এলোপাথাড়ি মেরে জখম করে। এ সময় এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।