ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎবার্ষিকী। তবে জেলা শহরে কোনো কর্মসূচি পালন করেনি আওয়ামী লীগ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
ফরিদপুরের মধুখালীতে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আখ চাষী কল্যাণ সংস্থা ভবনের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের নেতৃত্বে।
পরে কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত র্যালি করা হয়।
ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মুশার সভাপতিত্বে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এরপর সেখান থেকে একটি মিছিল বের করা হয়।
এছাড়া সদরপুর উপজেলার বিভিন্ন স্থানে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎবার্ষিকী।
সঞ্জিব দাস/ইসরাত চৈতী/অমিয়/