রাজবাড়ীর গোয়ালন্দ শহিদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে আটক রেখে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষকের নাম মো. আসলামুজ্জামান। সে গোয়ালন্দ শহিদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে গোয়ালন্দ শহিদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে গোয়ালন্দ পৌর শহরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে নানা ধরনের শ্লোগান দিতে থাকে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মো. আসলামুজ্জামানের যৌন হয়রানির বর্ণনা দিতে গিয়ে একাধিক ছাত্রী কেঁদে ফেলে। তারা বলেন, স্যার হচ্ছে আমাদের বাবা সমতুল্য, সেই বাবা কি করে আমাদেরকে কুপ্রস্তাব দিতে পারেন। এ বিষয়ে আমরা গত বুধবার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। এরপর থেকেই আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এছাড়া আমাদের অভিভাবকদেরও নানা ভয়ভীতি দেখাচ্ছেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রোষানল থেকে রক্ষা করতে অভিযুক্ত শিক্ষককে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ছাত্রীদের লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের সঙ্গে আলাপ করেছি। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষককে অন্যত্র বদলির সুপারিশ করা হয়েছে।
সুমন বিশ্বাস/এমএ/