ছবি : খবরের কাগজ
রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) ভোরে মো. রুবেলকে খাগড়াছড়ি জেলার মানকিছড়ি থেকে এবং বাকি তিনজনকে রাঙামাটি শহরের দোয়েল চত্বর ও রিজার্ভ বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে রুবেল (২৩) আবরারকে (১৭) অনিক চাকমা হত্যা মামলায় আর রাকিব (২৭) ও আরিফুল (১৭) অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে দুইজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় আদালতের মাধ্যমে আরিফুল ও আবরারকে নিরাপদ হেফাজতে ও বাকি দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চার আসামিকে শুক্রবার বিকেলে জেলা দায়রা জজ আদালতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন মিলির আদালতে তোলা হলে আদালত আসামিদের জবানবন্দি শেষে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ প্রসঙ্গে পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন বলেন, ‘আমরা সাদা-কালো জাতি বর্ণ কিছুই দেখবো না। যে দোষী তাকে আইনের আওতায় নিয়ে আসব। যেন এ ধরনের ঘটনার পূর্ণাবৃত্তি না ঘটে। কাজ শুরু করেছি এতে সবার সহযোগিতা চাই। আর রাঙামাটি শহরকে শান্তিতে রাখতে চাই।’
তিনি বলেন, সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালার পাহাড়ি-বাঙালি সংঘাত রাঙামাটিতে ছড়িয়ে পড়ে। যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, এই ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী নিহত অনিকের বাবা আদর চাকমা। অপরটি ভাঙচুর মামলার বাদী হয়েছে পুলিশ।
গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চোর সন্দেহে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে পাহাড়িরা। ওই ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে তা খাগড়াছড়িতেও ছড়িয়ে পড়ে। এতে চারজন নিহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে ‘সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’ নামে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে গিয়ে পাহাড়ি বাঙালি সংঘাত সংঘর্ষ বাঁধে। এতে অগ্নিসংযোগ, অফিস, দোকানপাট ভাঙচুরসহ একজন নিহত হয়।
জিয়াউর জুয়েল/জোবাইদা/অমিয়/