দেশের বিভিন্ন জায়গায় কর্মকর্তাদের বদলির জন্য বিক্ষোভ মিছিলসহ জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ আসছে প্রতিদিনই। তবে নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের বদলির আদেশ বাতিল চান বিএনপির নেতা-কর্মীরা। এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া- নড়াইল মহাসড়কের লোহাগড়া উপজেলার পরিষদের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি করেন তারা। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা শ. ম লুৎফার রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক সালেহ বেগম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সান্টু, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর মিলু শরিফ, উপজেলা যুবদলের সদস্যসচিব আহাদুজ্জামান বাটু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুজ্জামান আহাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম একজন সৎ ও মানবিক কর্মকর্তা। দায়িত্বকালে তিনি রাত-দিন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে যেখানে সমস্যার কথা শুনেছেন, ছুটে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছেন।’
এ সময় বক্তারা আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আইনশৃঙ্খলা রক্ষার্থে তিনি (জহুরুল ইসলাম) ধৈর্যের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন, যা দেশের মধ্যে নজিরবিহীন। এজন্য লোহাগড়ার মানুষের প্রাণের দাবি, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের বদলির আদেশ অবিলম্বে বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।’ এ সময় অবিলম্বে এই আদেশ বাতিল না হলে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা। কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।