ঢাকা ২০ আশ্বিন ১৪৩১, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

বরগুনায় ইলিশের আহরণ বেড়েছে, কমেছে দাম

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ এএম
বরগুনায় ইলিশের আহরণ বেড়েছে, কমেছে দাম
ছবি: খবরের কাগজ

বরগুনার পায়রা ও বিশখালী নদীসহ সাগরে ইলিশ আহরণের পরিমাণ বেড়েছে। জেলার বাজারগুলোতে সরবরাহ বাড়ায় ইলিশের দাম কিছুটা কমেছে। পাশাপাশি বিভিন্ন নদী, খাল, বিল, পুকুর ও জলাশয়ে প্রচুর প্রাকৃতিক দেশি প্রজাতির মাছ পাওয়ায় দাম কমেছে বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। খবর বাসসের।

বাজার ঘুরে দেখা গেছে, গত তিন দিনে প্রকারভেদে ইলিশের কেজি প্রতি দাম কমেছে গড়ে ২০০ টাকা।

বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের (বিএফডিসি) বিপণন বিভাগ জানিয়েছে, গত বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) ( পর্যন্ত এই তিন দিনে ১০ টন ইলিশ এসেছে। শুক্রবার কেজি সাইজের ইলিশের মণপ্রতি পাইকারি দাম ছিল ৬৮ হাজার থেকে ৭০ হাজার টাকা।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত বছরের তুলনায় এখনো ইলিশ কম হলেও ক্রমেই অন্য মাছের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় ক্রেতারা জানান, সাগরের ইলিশের তুলনায় পায়রা, বিশখালী ও বলেশ্বর নদীর ইলিশের স্বাদ অনেক বেশি। বাজার ঘুরে দেখা গেছে, সাগর থেকে ধরা ইলিশের কেজিপ্রতি দাম চলছে ১ হাজার ২০০ টাকা, অন্যদিকে নদীর ইলিশের দাম কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা। নদীর মাছের কেজিপ্রতি দাম ৭০০ টাকা, বিপরীতে সাগরের মাছ পাওয়া যাচ্ছে ৬০০ টাকায়।

জেলা মৎস্য বিভাগের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এখনো মৌসুমের অনেকটা সময় বাকি। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার আশা তিনি ব্যক্ত করেছেন।

চট্টগ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পিএম
চট্টগ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে আনিসুজ্জামান রনির দায়ের করা মিথ্যা মামলা বাতিলের দাবি জানানো হয়। এতে বক্তারা সাংবাদিক গোলাম সরওয়ার অপহরণের বিচার ও পুনঃতদন্ত দাবি করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ভুক্তভোগী সাংবাদিক গোলাম সরওয়ার ও তার স্ত্রী তাদের দুর্দশার কথা তুলে ধরেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া—বিজেআইএমের কনভেনর স্যাম জাহান, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস ও সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সুবল বড়ুয়া, পূর্বদেশের স্টাফ রিপোর্টার এমএ হোসাইন প্রমুখ।

নির্যাতিত সাংবাদিক গোলাম সরওয়ার বলেন, ‘আমাকে অপহরণের বিচার পাইনি চার বছরেও। প্রভাবশালী মহলের ইঙ্গিতে এ ঘটনায় আমার দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে মনগড়া তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে। বিচার পাওয়া তো দূরের কথা, নিজেই হয়ে গেলাম মামলার আসামি। আনিসুজ্জামান রনির দায়ের করা দুটি মিথ্যা মামলায় আসামি হয়ে আজ চার বছর ধরে আমিসহ তিনজন সাংবাদিক হয়রানির শিকার। বর্তমানে স্ত্রী ও সন্তান নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় নানা দুশ্চিন্তা ও হতাশায় জীবনযাপন করছি। আমি বাঁচতে চাই। সুন্দর একটি জীবন চাই।’

২০২০ সালের ৯ ডিসেম্বর অত্যন্ত পরিকল্পিতভাবে সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ও ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারকে প্রধান আসামি করে মোট তিনজনের বিরুদ্ধে পৃথক চট্টগ্রাম আদালতে দুটি মানহানির অভিযোগ দায়ের করেন। প্রথম অভিযোগে (নম্বর ১৫/২০) মানহানির জন্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। দ্বিতীয় ফৌজদারি মামলাটি (নম্বর ২১৭০/২০) মানহানি সংক্রান্ত। মানহানিকর বলে পরিচিত মুদ্রণের বিষয়, বা মানহানিকর বিষয় বিক্রয় সংক্রান্ত বাংলাদেশ দণ্ডবিধির ধারা লঙ্ঘনের জন্য এই তিনজনকে অভিযুক্ত করা হয়। এই ধারাগুলির প্রত্যেকটি আইন অনুসারে দুই বছরের কারাদণ্ড এবং একটি অনির্দিষ্ট জরিমানা বহন করতে পারে।

অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার নিয়ে নিজ অনলাইন পোর্টালে সিটিনিউজবিডিতে প্রতিবেদন প্রকাশ করার জন্য সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির নির্দেশে ২০২০ সালের ২৯ অক্টোবর স্থানীয় সাংবাদিক গোলাম সারওয়ারকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন করা হয়। দুদিন পর তাকে উদ্ধার করা হলেও সেই অপহরণের সংবাদ প্রকাশ করার অভিযোগে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারসহ গোলাম সারওয়ারের বিরুদ্ধে একইসঙ্গে দুটি মামলা করেন সাবেক ভূমিমন্ত্রীর ভাই, যিনি ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ। দেশজুড়ে আলোচিত এই ঘটনায় নির্যাতিত সাংবাদিক থানায় মামলা করলেও তদন্ত প্রতিবেদনে পুলিশ অপহরণের কোনো ঘটনা ঘটেনি বলেই উল্লেখ করে। মামলাটি খারিজ হওয়ার পর সাংবাদিক গোলাম সরোয়ারকে প্রাণনাশের হুমকি দিতে থাকে তার লোকজন। পরে অব্যাহত হুমকির মুখে নির্যাতিত সাংবাদিক গোলাম সারওয়ার প্রাণ বাঁচাতে বিদেশে চলে যান।

আবদুস সাত্তার/এমএ/

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতা ও হত্যা মামলায় গ্রেপ্তার ৪

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পিএম
রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতা ও হত্যা মামলায় গ্রেপ্তার ৪
ছবি : খবরের কাগজ

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে মো. রুবেলকে খাগড়াছড়ি জেলার মানকিছড়ি থেকে এবং বাকি তিনজনকে রাঙামাটি শহরের দোয়েল চত্বর ও রিজার্ভ বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে রুবেল (২৩) আবরারকে (১৭) অনিক চাকমা হত্যা মামলায় আর রাকিব (২৭) ও আরিফুল (১৭) অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে দুইজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় আদালতের মাধ্যমে আরিফুল ও আবরারকে নিরাপদ হেফাজতে ও বাকি দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চার আসামিকে শুক্রবার বিকেলে জেলা দায়রা জজ আদালতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন মিলির আদালতে তোলা হলে আদালত আসামিদের জবানবন্দি শেষে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন বলেন, ‘আমরা সাদা-কালো জাতি বর্ণ কিছুই দেখবো না। যে দোষী তাকে আইনের আওতায় নিয়ে আসব। যেন এ ধরনের ঘটনার পূর্ণাবৃত্তি না ঘটে। কাজ শুরু করেছি এতে সবার সহযোগিতা চাই। আর রাঙামাটি শহরকে শান্তিতে রাখতে চাই।’

তিনি বলেন, সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালার পাহাড়ি-বাঙালি সংঘাত রাঙামাটিতে ছড়িয়ে পড়ে। যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, এই ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী নিহত অনিকের বাবা আদর চাকমা। অপরটি ভাঙচুর মামলার বাদী হয়েছে পুলিশ।

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চোর সন্দেহে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে পাহাড়িরা। ওই ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে তা খাগড়াছড়িতেও ছড়িয়ে পড়ে। এতে চারজন নিহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে ‘সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’ নামে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে গিয়ে পাহাড়ি বাঙালি সংঘাত সংঘর্ষ বাঁধে। এতে অগ্নিসংযোগ, অফিস, দোকানপাট ভাঙচুরসহ একজন নিহত হয়।

জিয়াউর জুয়েল/জোবাইদা/অমিয়/

লালমনিরহাটে গুদাম থেকে ২৫০ টন চাল গায়েব

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:২২ পিএম
লালমনিরহাটে গুদাম থেকে ২৫০ টন চাল গায়েব
ছবি : খবরের কাগজ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্যগুদাম থেকে প্রায় ২৫০ মেট্রিক টন চাল গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এর মধ্যে শুক্রবার (৪ অক্টোবর) ভোরে ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে।

এই ঘটনার পর থেকে গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ফেরদৌস আলমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

অভিযোগে উঠেছে, গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস বৃহস্পতিবার রাতে ২৫টি ট্রাক্টর দিয়ে গুদাম থেকে চালের বস্তা সরিয়ে ফেলেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম। এ সময় চালের হিসাবে গড়মিল ও গুদাম কর্মকর্তা লাপাত্তা থাকায় গুদাম সিলগালা করে দেওয়া হয়। গায়েব হওয়া চালের বাজারমুল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

এরপর অভিযান শুরু করে প্রশাসন। পরে শুক্রবার দুপুরে উপজেলার শুকানদিঘি থেকে ৬০০ বস্তায় থাকা ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই এলাকার বিভিন্ন গোডাউনেও অভিযান চালায় উপজেলা প্রশাসন। 

প্রশাসন সুত্র বলছে, চালগুলো উপজেলার ভোটমারী খাদ্যগুদামের। 

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে কালীগঞ্জ থানায় এজাহার দিয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসকের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, এজাহারটি আমরা দুদকের সমন্বিত কার্যালয় কুড়িগ্রামে পাঠাব। তারপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও জহির ইমাম বলেন, ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রক মামলা করবেন। আমরা বাকি চাল উদ্ধারে অভিযান চালাচ্ছি।

এমআই বকুল/জোবাইদা/অমিয়/

পূজায় ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম
আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:২৬ পিএম
পূজায় ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ছবি: খবরের কাগজ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকবে। আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি  বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

শনিবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাকছুদ খান।

তিনি বলেন, ‘ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে চিঠিতে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তাদের ছুটি চলবে। আর ১৫ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি কাজ পুনরায় শুরু হবে। তাই পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরেও।’

নাজমুল শাহাদাৎ/সাদিয়া নাহার/

বাঁশখালীতে ভারী বর্ষণে ধসে গেছে বেড়িবাঁধ

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৪৫ পিএম
আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পিএম
বাঁশখালীতে ভারী বর্ষণে ধসে গেছে বেড়িবাঁধ
ছবি : খবরের কাগজ

বাঁশখালীতে ভারী বর্ষণে জলকদর খালের বেড়িবাঁধ ধসে গেছে। ভেঙে পড়েছে বেড়িবাঁধের ৫০০ মিটার এলাকার মাটি। এতে একদিকে উপকূলবাসীর চলাচল বিঘ্ন ঘটছে; অন্যদিকে বেড়িবাঁধ ভেঙে পুরো এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

জলকদর খালটি বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত জোয়ার-ভাটার একটি খরস্রোতা নদী। যা বাঁশখালীর বড়ঘোনা খাটখালী হয়ে খানখানাবাদ ইউনিয়নের ইস্বরবাবুর হাট হয়ে সাঙ্গু নদীর সঙ্গে যুক্ত।

জানা গেছে, গত বুধবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বাঁশখালীর পূর্ব বড়ঘোনা ৭নং ওয়ার্ড হামিদ উল্লাহর টেক এলাকায় বেড়িবাঁধের বিশাল অংশ দেবে যায়। যেকোনো সময় ভেঙে তলিয়ে যেতে পারে আশপাশের এলাকা।

স্থানীয়রা জানান, জলকদর খালের বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিশাল অংশ ভেঙে গেছে। যেকোনো সময় এটি ভেঙে লোকালয়ে নোনা পানি প্রবেশ করতে পারে। এতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

গণ্ডামারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণি জানান, বেড়িবাঁধের বিশাল অংশ দেবে যাওয়ার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি পদক্ষেপ নেওয়া হবে।

শফকত হোসাইন/জোবাইদা/অমিয়/