বরগুনার পায়রা ও বিশখালী নদীসহ সাগরে ইলিশ আহরণের পরিমাণ বেড়েছে। জেলার বাজারগুলোতে সরবরাহ বাড়ায় ইলিশের দাম কিছুটা কমেছে। পাশাপাশি বিভিন্ন নদী, খাল, বিল, পুকুর ও জলাশয়ে প্রচুর প্রাকৃতিক দেশি প্রজাতির মাছ পাওয়ায় দাম কমেছে বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। খবর বাসসের।
বাজার ঘুরে দেখা গেছে, গত তিন দিনে প্রকারভেদে ইলিশের কেজি প্রতি দাম কমেছে গড়ে ২০০ টাকা।
বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের (বিএফডিসি) বিপণন বিভাগ জানিয়েছে, গত বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) ( পর্যন্ত এই তিন দিনে ১০ টন ইলিশ এসেছে। শুক্রবার কেজি সাইজের ইলিশের মণপ্রতি পাইকারি দাম ছিল ৬৮ হাজার থেকে ৭০ হাজার টাকা।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত বছরের তুলনায় এখনো ইলিশ কম হলেও ক্রমেই অন্য মাছের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় ক্রেতারা জানান, সাগরের ইলিশের তুলনায় পায়রা, বিশখালী ও বলেশ্বর নদীর ইলিশের স্বাদ অনেক বেশি। বাজার ঘুরে দেখা গেছে, সাগর থেকে ধরা ইলিশের কেজিপ্রতি দাম চলছে ১ হাজার ২০০ টাকা, অন্যদিকে নদীর ইলিশের দাম কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা। নদীর মাছের কেজিপ্রতি দাম ৭০০ টাকা, বিপরীতে সাগরের মাছ পাওয়া যাচ্ছে ৬০০ টাকায়।
জেলা মৎস্য বিভাগের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এখনো মৌসুমের অনেকটা সময় বাকি। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার আশা তিনি ব্যক্ত করেছেন।