সন্তান জন্ম দেওয়ার ৯ ঘণ্টা পরই ডেঙ্গুতে মারা গেলেন শান্তা সূত্রধর। নবাগত সন্তানের মুখও ভালোভাবে দেখতে পারেননি প্রথমবার মা হওয়া এই নারী।
গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
শান্তা সূত্রধর মহানগরের লাভলেইন এলাকার বাসিন্দা। একই রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান শাকিলা আক্তার নামের এক নারী। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।
শান্তা মা হওয়ার সংবাদে পরিবারে নেমে আসে আনন্দের জোয়ার। তাকে ঘিরে কত শত উচ্ছ্বাস, মাতামাতি। কিন্তু হঠাৎ ৭ সেপ্টেম্বর তার মৃত্যুর সংবাদ সব কিছু এলোমেলো করে দেয়। প্রচণ্ড জ্বরে পুড়ে যেতে থাকেন শান্তা সূত্রধর। ওই দিনই তাকে ভর্তি করা হয় চমেক হাসপাতালে। ধরা পড়ে ডেঙ্গু। এরপর সেখানেই তার অস্ত্রোপচার হয়। সোমবার দুপুরে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। সন্তানের বাবা হওয়ার পর ভাইকে মিষ্টিও আনতে বলেছিলেন তার স্বামী সাগর দাশ। কিন্তু তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে। একপর্যায়ে তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতেই তিনি মারা যান। ভালো করে দেখা হয়নি সন্তানের মুখখানাও।
পারিবারিক সূত্রে জানা গেছে, শান্তার নবজাতক কন্যা বর্তমানে সুস্থ আছে। মায়ের বুকের দুধের জন্য কান্নাকাটি করছে বাচ্চাটি। মা না থাকায় কীভাবে এই মেয়েকে বড় করবেন তা নিয়ে উদ্বিগ্ন স্বজনরা।
শান্তার স্বামীর মামাতো ভাই আকাশ দে বলেন, ‘এক আত্মীয়ের বুকের দুধ দেওয়া হয়েছে বাচ্চাটিকে। কিন্তু অনবরত কান্নাকাটি করছে সে। বাচ্চা হওয়ার পর দাদা আমাকে ফোন করে মিষ্টি নিয়ে যেতে বলেন। পরে আমি হাসপাতালে গিয়ে বউদির সঙ্গে কথা বলি। তিনি তখন ওয়ার্ডে ছিলেন। তখনো তিনি কথা বলতে পারছিলেন। কিন্তু সন্ধ্যার পর তার অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তাকে আইসিইউতে রেফার করা হয় এবং সেখানেই রাতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।’