রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বড় ভাই মো. বেহেস্তী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে নগরীর মতিহার থানায় মামলাটি করেন। মামলার এজাহারে অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার খবরের কাগজে ‘সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: মামলা করার সাহস পাচ্ছে না পরিবার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, নিহত আব্দুল্লাহ আল মাসুদ রাবির মেডিকেল সেন্টারের স্টোর কিপার পদে কর্মরত ছিলেন। গত ২০২২ সালের ডিসেম্বরে যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী অফিসার্স কোয়ার্টার্সে সপরিবারে বসবাস করে আসছিলেন তিনি। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেই কোয়ার্টার্স থেকে নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে নবজাতক সন্তান ও অসুস্থ স্ত্রীর ওষুধ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজারে ফার্মেসিতে গেলে অজ্ঞাতনামা কে বা কারা তাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনুসরণ করে। এ সময় তারা মাসুদকে মতিহার থানাধীন অজ্ঞাতস্থানে উপর্যুপরি মারধর করে মুমূর্ষু অবস্থায় প্রথমে মতিহার থানায় পরে বোয়ালিয়া থানায় হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য নিয়ে যান।
চিকিৎসার সুযোগ না দিয়ে আব্দুল্লাহ আল মাসুদকে হত্যা মামলার আসামি হিসেবে বোয়ালিয়া মডেল থানায় গ্রেপ্তার দেখানোর জন্য উত্তেজিত ছাত্র-জনতা থানা ঘেরাও করে এবং ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। পরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ভর্তি করেন। তবে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, নিহত আব্দুল্লাহ আল মাসুদের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে নগরীর মতিহার থানায় মামলা করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এক দশক আগে দুর্বৃত্তের হামলায় পা হারানো রাবি ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে শনিবার রাতে পিটিয়ে হত্যা করা হয়। রবিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত আব্দুল্লাহ আল মাসুদ রাবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। পরে তিনি রাবির মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের ছেলে। গত ৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের বাবা হন মাসুদ।