সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে করে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের ৭০ মিটার এলাকা। এর ফলে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে কাজিপুর উপজেলার মেঘাই পুরাতন বাঁধে হঠাৎ করে তীর রক্ষা বাঁধে ধস দেখা দেয়। তবে ধসের বিস্তৃতি ঠেকাতে রবিবার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলে মেরামত কাজ শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী সূত্রে জানা যায়, যমুনা নদীর ভাঙনের কবল থেকে কাজিপুর উপজেলা ও জনপদ রক্ষায় ২০১৩ সালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে বাঁধটি নির্মাণ করা হয়। এ বছর বন্যার শুরুতে যমুনা নদীতে পানি বৃদ্ধির পর থেকে স্পারটি ঝুঁকিপূর্ণ হয়। তবে কয়েক দিন ধরে যমুনার পানি কমতে থাকায় তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় এই ভাঙনের কারণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড। এর ফলে নদীর আশপাশের ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে জানান, শনিবার সন্ধ্যা থেকে কাজিপুর উপজেলার মেঘাই পুরাতন বাঁধে হঠাৎ করে এ ভাঙন দেখা দেয়। নদীতে প্রবল স্রোতে বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ৭০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। খবর পেয়ে রবিবার সকাল থেকেই ঘটনাস্থলে জিও ব্যাগ ফেলে বাঁধ মেরামতের কাজ চলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। মেরামতকাজ শেষ হলে আশা করছি ঝুঁকি কমে যাবে।
তিনি আরও বলেন, ‘সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে থেকে মেরামত কাজ তদারকি করছেন। আশা করছি ভাঙন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।