ঢাকা ২৪ কার্তিক ১৪৩১, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

কটিয়াদীতে ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ এএম
আপডেট: ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৫০ এএম
কটিয়াদীতে ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর সদরে পুরোনো বাজারে বসছে ঐতিহাসিক ঢাকের হাট। ছবি : খবরের কাগজ

প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদীতে বসছে ৫০০ বছরের পুরোনো ঐতিহাসিক ঢাকের হাট। দিনভর এই হাটে ঢাকিরা বাদ্যযন্ত্র বাজান। বিভিন্ন জেলা থেকে পূজারিরা ছুটে আসেন এখান থেকে ঢাকিদের বায়না করতে।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৩০০ ঢাকি হাটে এসেছেন। তাদের থাকার জন্য বাজারে একটি বিশ্রামাগার তৈরি করা হয়েছে। তবে শৌচাগারের কোনো ব্যবস্থা রাখা হয়নি। বাজার শুরুর পর থেকে নিরাপত্তার স্বার্থে টহল দিচ্ছে সেনা ও পুলিশ সদস্যরা। 

জনশ্রুতি রয়েছে, ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে স্থানীয় রাজা নবরঙ্গ রায় তার প্রসাদে সবচেয়ে বড় দুর্গাপূজার আয়োজন করতেন। কটিয়াদী উপজেলার চারিপাড়া গ্রামে ছিল তার অট্টলিকা। 

প্রাসাদে আয়োজিত দুর্গাপূজার জন্য দেশসেরা ঢাকিদের সন্ধান করতে বিভিন্ন জায়গায় তিনি ডাকযোগে চিঠিপত্র পাঠিয়ে আমন্ত্রণ জানাতেন। রাজার আমন্ত্রণে দেশের বিভিন্ন অঞ্চলের ঢাকিরা জড়ো হতেন পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে। রাজা সশরীরে দাঁড়িয়ে থেকে তাদের থেকে বাছাই করে ঢাকিদের নিয়ে যেতেন প্রাসাদে এবং উপযুক্ত সম্মানী দিতেন।

সময়ের সঙ্গে সঙ্গে হাটটি স্থানান্তরিত হয়ে বর্তমানে সেটি কটিয়াদী পৌর সদরের পুরাতন বাজারে বসছে। হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও অন্য ধর্মের মানুষের কাছেও এই হাটটি ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। দূর-দূরান্ত থেকে বাদকদের বাজনা শুনতে উন্মুখ হয়ে থাকেন স্থানীয়রা।

হাটে আসা ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন গ্রামের বাসিন্দা শ্যামল মনি দাস বলেন, ‘ঠাকুরদা গোরা চাঁদমনি দাসের আমল থেকে ঢাকঢোল বাজিয়ে আসছি। সঙ্গে আমার ছেলেরাও হাটে এসেছে। ভালো বায়না পেলে কারো বাড়িতে যাব।’

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বলমন্তচরের বাসিন্দা সুশীল মনি দাস বলেন, ‘আমি টানা ১২ বছর ধরে এই হাটে ঢাকঢোল নিয়ে আসি। ৬০ বছর বয়স হয়েছে, তবুও ঢাক না বাজালে ভালো লাগে না।’ 

পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি কুমার সাহা বলেন, ‘কটিয়াদীতে প্রতিবছর পূজার তিন দিন আগে এখানে ঢাকঢোলের হাট বসে। হাটটি ইতিহাসের দিক থেকে অনেক পুরোনো। আমরা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় ঢাকিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিই।’ কটিয়াদী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুজিৎ সাহা বলেন, ‘এটি একটি ঐতিহ্যবাহী ঢাকের হাট। দেশের বিভিন্ন স্থান থেকে পূজারিরা এসে ঢাকিদের বায়না করে নিয়ে যান।’

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধ্রুবরঞ্জন দাস খবরের কাগজকে বলেন, ‘হাটটিতে বিশুদ্ধ খাবার পানি ও শৌচাগারের প্রয়োজন। একটি বিশ্রামাগার তাদের জন্য তৈরি করা হলেও সেটির কাজ অসমাপ্ত থেকে গেছে। আমরা এলাকাবাসী হিসেবে চাই, এখানে আগত ঢাকিদের জন্য প্রশাসন থেকে সার্বিক সুবিধা দেওয়া হোক।’ 

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, ‘হাটে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য ঢাক বাজার কমিটি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক খেয়াল রাখা হচ্ছে। আশা করছি, প্রতিবারের মতো এবারও সুশৃঙ্খলভাবে হাটের সব কার্যক্রম শেষ হবে।’

ঢাক বাজার সমিতির সভাপতি শীতল সাহা খবরের কাগজকে বলেন, ‘আমরা এখানে পূজারিদের ঠিকানা ও ঢাকিদের ঠিকানা লিখে রাখি। কোনো পক্ষের সঙ্গে কোনো সমস্যা বা ঝামেলার সৃষ্টি হলে সেই বিষয়গুলো আমরা দেখি। মূলত একেকটি দল ৫০ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকায় বায়না হয়। প্রতিটি দলে ১০ থেকে ১২ জন অথবা ১৫ জন থাকে।’

৩ মাস বন্ধের পর ফের শুরু আশুগঞ্জ-আখাউড়া মহাসড়কের কাজ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:২১ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
৩ মাস বন্ধের পর ফের শুরু আশুগঞ্জ-আখাউড়া মহাসড়কের কাজ
আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের কাজ চলমান।ছবি: খবরের কাগজ

প্রায় ৩ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া চার লেন জাতীয় মহাসড়কের অবশিষ্ট নির্মাণ কাজ। ইতোমধ্যে প্রকল্পটির ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা ফিরতে শুরু করেছে।

ফলে চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে মহাসড়কটির বেহাল অংশের সংস্কার কাজ শুরু হয়েছে। এছাড়া মহাসড়কের ঘাটুরা এলাকার সেতুর নির্মাণ কাজও চলছে। এর মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটেছে গুরুত্বপূর্ণ এই প্রকল্প নিয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার মহাসড়ক চার লেন উন্নীতকরণে ২০১৭ সালে একনেকে একটি প্রকল্প অনোমদন দেয় সরকার। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৫ হাজার ৭৯১ কোটি টাকা। তবে করোনা মহামারিসহ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিলম্বিত হয় প্রকল্পের কাজ। এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৫৫ শতাংশ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তাজনিত কারণে গত ৫ আগস্টের পর কয়েক ধাপে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় ৩শ কর্মকর্তা-কর্মচারী ভারতে চলে যান। এতে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এছাড়া দীর্ঘদিন প্রকল্পের অধীনে থাকায় মহাসড়কটিতে নিয়মিত সংস্কার কাজ করতে না পারায় অন্তত চার কিলোমিটার অংশে খানাখন্দের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েন মহাসড়কে যাতায়াতকারীরা। দীর্ঘ আলোচনার পর গত অক্টোরের শেষ সপ্তাহ থেকে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা ভারত থেকে ফিরতে শুরু করায় বেহাল অংশের সংস্কার কাজ শুরু হয়।

চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক মো. শামীম আহমেদ জানান, ইতোমধ্যে প্রায় ৩০ জন ভারতীয় কর্মকর্তা-কর্মচারী প্রকল্প এলাকায় ফিরেছেন। আপাপত সংস্কার কাজ চলছে। এটি শেষ করে পাথরসহ অন্যান্য উপকরণ আমদানির পর মহাসড়কের অবশিষ্ট অংশের নির্মাণ কাজ পুরোদমে শুরু হবে। সেক্ষেত্রে প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

মো. জুয়েল রহমান/মাহফুজ/এমএ/

সিলেটে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:০০ পিএম
সিলেটে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
আটক চার ছিনতাইকারী ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) কদমতলীস্থ রেলস্টেশন গেইট এলাকা থেকে তিনজনকে ও শুক্রবার (৮ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা সংঘবদ্ধ হয়ে পথচারীদেরকে আটক করে চাকু দিয়ে ভয় দেখিয়ে ও জোর করে মোবাইল, টাকা, স্বর্ণালঙ্কাকারসহ মূল্যবান মালামাল ছিনতাই করতো। এঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে। 

গত ৭ নভেম্বর উপপরিদর্শক (এসআই) এস এম সাইফুর রহমানের নেতৃত্বে কদমতলীস্থ রেলস্টেশন গেইট এলাকায় ছিনতাই করার সময় তাদেরকে আটক করা হয়। তখন ৪নং আসামি ঘটনাস্থল থেকে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে অপর তিন আসামির দেওয়া তথ্যানুযায়ী গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রাম থেকে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে  ছিনতাইকরা দুটি মোবাইলসহ বিভিন্নরকম দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন শাহীরুল ইসলাম জীবন (১৯), তানভীর হোসেন (১৮), রিমন আহমদ (১৮) ও শাকিল আহমদ (১৯)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ হয়ে পথচারীদেরকে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাকিলা ববি/মাহফুজ/এমএ/

বাগেরহাটে বিএনপি নেতা সজীব হত্যায় গ্রেপ্তার ১

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:০২ পিএম
বাগেরহাটে বিএনপি নেতা সজীব হত্যায় গ্রেপ্তার ১
অস্ত্রসহ গ্রেপ্তার আবু বক্কার শিকদার। ছবি: সংগৃহীত

বাগেরহাটে বিএনপি নেতা সজীব তরফদার হত্যার ঘটনায় কিলিং মিশনে জড়িত আবু বক্কার শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আবু বক্কার শিকদার সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের আব্দুস সোবহান শিকদারের ছেলে।

শনিবার (৯ নভেম্বর) সকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এ তথ্য জানান।

তিনি বলেন, সজীব তরফদার হত্যার ঘটনায় জড়িত অপরাধীকে তথ্য প্রযুক্তির সহায়তায় পিরোজপুর জেলার কাউখালির হুগলি বাটকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে, সদর উপজেলার কাড়াপারা উইনিয়নের মির্জাপুরের পরিত্যক্ত ডোবা থেকে একটি এক নলা ও একটি দোনলা পাইপ গানসহ একটি গুলি এবং হত্যায় ব্যবহৃত কাঠের বাট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়াও হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে।

রিফাত/নাবিল/এমএ/

কুমিল্লায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম
কুমিল্লায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার কুমিল্লার দুই আওয়ামী লীগ নেতা। ছবি: খবরের কাগজ

কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) কুমিল্লা শহরের ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন - সাবেক সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারের ভাতিজা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হাবিবুর সাহরীন সায়ের এবং কুমিল্লা মহানগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হানিফ মিয়া।

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তিনি বলেন, তাদের বিরুদ্ধে তিনটি  মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা নগরীর ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

জহির/নাবিল/এমএ/

 

শিবগঞ্জে জমির বিরোধের জেরে নিহত ১

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম
শিবগঞ্জে জমির বিরোধের জেরে নিহত ১
সংঘর্ষের ঘটনায় চিকিৎসা নিচ্ছেন আহতরা। ছবি: খবরের কাগজ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও পাঁচ জন। 

নিহত কৃষকের নাম আলমগীর (৩৮)। তিনি একই এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।

সংঘর্ষের বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, জমি সংক্রান্ত বিষয়ে আপন চাচাতো ভাইদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর নামের একজন নিহত ও পাঁচ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। 

এ বিষয়ে পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জহুরুল ইসলাম/নাবিল/এমএ/