ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা এম এ মান্নানকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দেওখোলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ৫ নম্বর দেওখোলা ইউনিয়নের আ.লীগের আহ্বায়ক।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম বলেন, গত ৪ আগস্ট ফুলবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে আক্রমণ তথা নাশকতামূলক কর্মকাণ্ড চালায় দুস্কৃতিকারীরা। এ ঘটনায় ১৮ আগস্ট ওমর ফারুক নামের একজন বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর থেকে ছায়াতদন্ত শুরু করে র্যাব।’
তিনি বলেন, ‘মামলার পর থেকেই বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন এম এ মান্নান। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
কামরুজ্জামান মিন্টু/সাদিয়া নাহার/