মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুর্বৃত্তদের হাতে লিপি আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে জেলার সিরাজদীখান উপজেলার উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
লিপি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বসতঘরে বাইরে টয়লেটে যান লিপি। ঘরের ভেতর ছিলো তার ৭ বছরের ছেলে মো. মুস্তাকিম ও ৩ বছরের মেয়ে আয়েশা আক্তার। বাথরুম থেকে মায়ের ফিরতে বিলম্ব হওয়ায় ছেলে-মেয়ে দু’জন ঘরের বাইরে বের হয়। এ সময় তারা ঘরের বাইরে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এতে ছেলে-মেয়ের আর্তচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীর স্ত্রীকে খুন করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে খুন করা হয়েছে- তা জানার চেষ্টা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মঈনউদ্দিন সুমন/জোবাইদা/