ঢাকা ১৮ অগ্রহায়ণ ১৪৩১, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
English

টাঙ্গাইল আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:২৮ পিএম
আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম
টাঙ্গাইল আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ
টাঙ্গাইলে আর্মি মেডিকেল কোর রিক্রুট কুচকাওয়াজ। ছবি : খবরের কাগজ

টাঙ্গাইলের ঘাটাইলে আর্মি মেডিকেল কোর সেন্টারের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে সেনানিবাসের শহিদ বীর উত্তম সিপাহী (জিডিএ) নুরুল হক প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। 

সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন মেজর মো. আসাদুজ্জামান অনিক। 

রিক্রুট ব্যাচের মধ্যে হারুন-অর- রশিদ শ্রেষ্ঠ রিক্রুট, মুরাদ হাসান দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট এবং ফারজানা তাসনিম তিনা শ্রেষ্ঠ নারী রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন। 

হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন 'মনে রেখো, জীবনে সৎ হবার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট'। তিনি নবীন সৈনিকদের সততার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

এ সময় সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং ঘাটাইল এরিয়ার ঊর্দ্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।

জুয়েল রানা/জোবাইদা/

পাবনায় ছাত্রলীগ নেতাসহ আটক ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
পাবনায় ছাত্রলীগ নেতাসহ আটক ৩, অস্ত্র ও গুলি উদ্ধার
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে‌ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার হেমায়েতপুরের ভবানীপুর গ্রামের ইসমাইল বিশ্বাস (২৭), আটঘরিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার ইউসুফ আলী (২৬) এবং সদর উপজেলা ছাত্রলীগ নেতা ও গয়েশপুর ইউনিয়নের সালাইপুর মৃধাপাড়ার‌ এলাকার শেখ ফরিদ (২৬)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর গ্রামের ইসমাইল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পার্থ হাসান/মাহফুজ/এমএ/ 

 

বিয়ের জন্য চাপ দেওয়ায় তরুণীকে হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার প্রেমিক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম
বিয়ের জন্য চাপ দেওয়ায় তরুণীকে হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার প্রেমিক
গ্রেপ্তার প্রেমিক। ছবি:খবরের কাগজ

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে গ্রেপ্তার করেছে পুলিশ।এছাড়া হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। 

তিনি জানান, হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি গত ৫ আগস্ট ঢাকার ওয়ারী থানা থেকে লুট হয়েছিল।

পুলিশ সুপার বলেন, নিহত শাহিদার সঙ্গে অভিযুক্ত তন্ময়ের প্রেমের সম্পর্ক ছিল। এক সময় শাহিদা গর্ভবতী হলে তৌহিদকে বিয়ের জন্য চাপ দিলে তৌহিদ গত শনিবার (৩০ নভেম্বর) ঢাকা-মাওয়া মহাসড়কে শাহিদাকে গুলি করে  হত্যা করেন।  

হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালানোর সময় জেলার ইলিশায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে অভিযুক্ত তন্ময়কে সোমবার (২ ডিসেম্বর) ভোরে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

এ দিকে আসামির দেওয়া তথ্য মতে ওইদিন ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার রাতে নিহত শাহিদা ইসলাম রাফার মা জরিনা বেগম শ্রীনগর থানায় কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে প্রধান অভিযুক্ত করে হত্যা মামলা করেন। 

নিহত শাহিদা রাজধানী ঢাকার ওয়ারিতে পরিবারের সঙ্গে থাকতেন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের বাসিন্দা। 

প্রসঙ্গত, গত শনিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে শ্রীনগরের দোগাছি থেকে গুলিবিদ্ধ তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঈনউদ্দিন সুমন/নাবিল/এমএ/

সিলেটে কিশোরের হাতে আরেক কিশোর খুন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম
সিলেটে কিশোরের হাতে আরেক কিশোর খুন
ছবি : সংগৃহীত

সিলেটে মাছ বিক্রেতা এক কিশোরের হামলায় চা দোকানের কর্মচারী খুন হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর লালদিঘীর পাড় অস্থায়ী হকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পর অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত মো. জাহিদ খান (১৭) মৌলভীবাজারের কুলাউড়ার মো. দুদু মিয়ার ছেলে। সে লালদিঘীরপাড় হকার্স মার্কেটে একটি চায়ের দোকানের কর্মচারী ছিল।

অভিযুক্ত কিশোরের নাম ফরহাদ ইসলাম (১৬)। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার খায়রুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, জাহিদ অস্থায়ী হকার্স মার্কেটের মাছ বিক্রির স্থান থেকে পানি আনতে যায়। এ সময় ফরহাদ তাকে পানি নিতে নিষেধ করে। এক পর্যায়ে সে জাহিদকে কিল-ঘুষি মারলে সে মাঠিতে লুটিয়ে পড়ে। পরে তাকে স্থানীয়রা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক খবরের কাগজকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শাকিলা ববি/জোবাইদা/অমিয়/

মেঘনায় যৌথবাহিনীর অভিযানে তিন সহোদরসহ গ্রেপ্তার ৫

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম
মেঘনায় যৌথবাহিনীর অভিযানে তিন সহোদরসহ গ্রেপ্তার ৫
মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ছবি : খবরের কাগজ

কুমিল্লার মেঘনায় অভিযান চালিয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত তিন সহোদরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা ও ভারতীয় রুপি এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

হোমনা, মেঘনা ও বাঞ্ছারামপুরের দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ওবায়দুল ও মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল সমন্বয়ে এই অভিযানে সেনাবাহিনীর ৪৫ ও পুলিশের ১২ জন সদস্য অংশ নেন।

গ্রেপ্তাররা হলেন- মেঘনা লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের তিন সহোদর মোহাম্মদ আলম, মোহাম্মদ আলী ও ইমাম হোসেন এবং একই গ্রামের বাসিন্দা হাসনারা ও রাজিয়া বেগম।

মেঘনা থানার ওসি আব্দুল জলিল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের বগাবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতঘরের কারের ভেতর থেকে ৬৪ কেজি গাঁজা, ২৬৪টি ইয়াবা, ১৫ হাজার ৪৯০ টাকা নগদ অর্থ, ১০০ ভারতীয় রুপি, ৭টি মোবাইল ফোনসহ পাঁচজনকে গ্ৰেপ্তার করা হয়।’

জহির শান্ত/সালমান/

ভোলাগঞ্জ মোবাইল কোর্টের অভিযানে ওপর হামলা

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম
ভোলাগঞ্জ মোবাইল কোর্টের অভিযানে ওপর হামলা
সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কারে মোবাইল কোর্টের অভিযানে পাথর ছুড়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এসিল্যান্ড অফিসের একজন ও আরেকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ধলাই নদীর ১০ নম্বর এলাকার বাঙ্কারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে বাঙ্কারের পাশে যাওয়া মাত্রই পাথর ছুড়তে থাকে উত্তোলনকারীরা। এতে পুলিশ সদস্যসহ দুইজন আহত হন। পরে সেখান থেকে তারা চলে আসেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ বলেন, 'আমরা বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। বাঙ্কারে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এ সময় পাথর ছুড়ে কিছু দুষ্কৃতকারীরা। পরে সেখান থেকে আমরা চলে আসি।'

শাকিলা ববি/জোবাইদা/