সিলেটের শাহপরাণ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৩১ লাখ টাকা মূল্যের ৫৩৫ বস্তা চোরাই চিনি জব্দ এবং তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম খবরের কাগজকে জানিয়েছেন, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। আটক তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার শাহপরাণ থানা পুলিশের দিবাকালীন টহল দল মাজার গেটে অবস্থান নেয়। এ সময় সিলেট নগরীর দিকে যাওয়া দুটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক দুটি দ্রুতগতিতে চলতে থাকে। পুলিশ ধাওয়া করে ট্রাক দুটি আটক করে। ট্রাকে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় একটি ট্রাকে ২৮০ বস্তা ও আরেকটি ট্রাকে ১৫০ বস্তা চোরাই চিনি পাওয়া যায়। ট্রাক দুটি থেকে মোট ৪৩০ বস্তা চিনি জব্দ করা হয়। ট্রাকে থাকা হোসেন আহমদ (২৫), কাওছার আহমদ (৩৫) ও মো. নিজাম উদ্দিনকে (৪৫) আটক করা হয়। মামলায় তাদের চোরাকারবারি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
একই দিন শাহপরাণ থানা পুলিশের পৃথক আরেকটি দল সিলেট-তামাবিল মহাসড়কে অবস্থানকালে একটি ট্রাক সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় থাকতে দেখে। সেটিতে তল্লাশি চালিয়ে ত্রিপল দিয়ে মোড়ানো ১০৫ বস্তা চিনিসহ ট্রাকটিও জব্দ করা হয়।