ঢাকা ২৭ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে ২ শিক্ষার্থী নিহত

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম
শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে ২ শিক্ষার্থী নিহত
ছবি: খবরের কাগজ

মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় এক শিশু ও অটোরিকশায় থাকা আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) সকালে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত দুই শিক্ষার্থী হলেন-শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)। তারা কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

আহতরা হলেন-শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গীরু দেবের ছেলে সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে শ্রীমঙ্গল থেকে সিএনজিচালিত অটোরিকশায় কমলগঞ্জ কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় শিক্ষার্থীরা। এ সময় গাড়িটি কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটেরতলা এলাকায় আসলে এক শিশুকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েমের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরো দুই শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহত অমিত ও শিশু জান্নাতুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে আহত অমিতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলক পুরকায়স্থ/মাহফুজ/এমএ/

 

ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি আশুলিয়ায় অন্তত ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম
আশুলিয়ায় অন্তত ২৫ কারখানায় উৎপাদন বন্ধ
ছবি: খবরের কাগজ

সাভারের আশুলিয়ায় সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বেশ কিছু তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনের মুখে অন্তত ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত আশুলিয়ায় অন্তত ১৪টি কারখানার শ্রমিকরা কাজ না করে কারখানা থেকে চলে গেছে। এছাড়া চলমান অসন্তোষের জেরে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় অন্তত ৬টি এবং ৫টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নরসিংহপুর এলাকার নীট এশিয়া লিমিটেড, নেক্সট কালেকশন লিমিটেড, ডেকো ডিজাইন লিমিটেড, শারমীন ফ্যাশন, শারমীন অ্যাপারেলস, ইথিকাল গার্মেন্টস, আগামী ফ্যাশন, ক্রসওয়্যার, ফ্যাশন ফোরাম, মুন রেডিওয়্যার লিমিটেডসহ অন্তত ১৪টি কারখানার শ্রমিকরা কাজ না করে চলে গেছে। এছাড়া নিউ এইজ গার্মেন্টস, নিউ এইজ অ্যাপারেলস, মেডলার অ্যাপারেলা, ব্যান্ডো ডিজাইনসহ অন্তত ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর অনুশ্রম আইনের ১৩ (১) ধারায় নাসা গ্রুপ, ট্রাউজার লাইন ও আল মুসলিমসহ ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকরা ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেও তারা কর্মবিরতি পালন ছাড়া কোন বিশৃঙ্খলা করছেন না। পুলিশও সক্রিয়ভাবে কাজ করছে সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটাতে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া জানান, আজ ১৩টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন, এরমধ্যে ১০টি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছেন। গতকাল বন্ধ ঘোষণা করা কারখানার সংখ্যা ছিল ১১টি।

ইমতিয়াজ উল ইসলাম/এমএ/

 

রাজশাহীর এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
রাজশাহীর এতিমখানায় দুম্বার মাংস বিতরণ
উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস এতিম শিশুদের হাতে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। ছবি: খবরের কাগজ

রাজশাহীর পবা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে সৌদি আরব সরকারের উপহারের ২২ কার্টন (৪৪০ কেজি) দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস এতিম শিশুদের হাতে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দুম্বার মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ আলী মোর্শেদ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন বলেন, সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ, অভাবগ্রস্থ ও এতিমদের। সেই লক্ষ্যে ২২ কার্টন (৪৪০ কেজি) দুম্বার মাংস উপজেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রতিটি কার্টনে ২০ কেজি করে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। যা শিক্ষার্থীদের মাঝে আনুপাতিক হারে বিতরণ করা হবে।

বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা দুম্বার মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে। এসময় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত কয়েক বছরে কোনো মাদ্রাসা বা এতিমখানায় দুম্বার মাংস বিতরণ করা হয়নি। এমনকি কখন আসতো, কারা সেই মাংস নিতো সেগুলো আমাদের জানার সুযোগ ছিলো না। তবে এবারই উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা মাংস পেয়েছি। এগুলো আমাদের এতিম শিশুরা সবাই মিলে খাবে। এজন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

পবা উপজেলার দূর্গা পারিলা এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা সামসুল ইসলাম জানান, এতোদিন যতো দুম্বার মাংস আসতো সব যেতো আওয়ামী লীগ নেতাদের পেটে। যদিও সৌদি সরকার এতিম ও দুঃস্থদের জন্য পাঠাতো। এবার সেই মাংসের যারা আসল হকদার, তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন। সেজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

এনায়েত করিম/মাহফুজ/এমএ/

রাকাব কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম
রাকাব কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন
প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: খবরের কাগজ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ অনুষ্ঠান হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী। 

প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের সব অনুষদ সদস্যরা।

মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। 

পরে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার এবং কোর্সে অংশগ্রহণকারী সবাইকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঊর্ধ্বতন অনুষদ সদস্য কাওসার জাহান।

এনায়েত/পপি/

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অসহায় ও হতদরিদ্র ৪০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজিবি সীমান্ত পাবলিক স্কুল মাঠে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহানন্দা ব্যাটালিনের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, সহকারী পরিচালক বেলাল হোসেনসহ অন্য কর্মকর্তারা।

তিনি বলেন, ‘ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। এই সব শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে কোনো ধরণের অবৈধ চোরাকারবারি হতে দেওয়া যাবে না। শীতার্ত মানুষসহ সবার সহাযোগিতা চান সেক্টর কমান্ডার।’

জহুরুল জহির/সাদিয়া নাহার/

জয়পুরহাটে ২ ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম
জয়পুরহাটে  ২ ট্রান্সফরমার চোর গ্রেপ্তার
খবরের কাগজ

জয়পুরহাটে একটি স-মিলের ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন, আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের নয়ন প্রামানিক এবং ক্ষেতলাল উপজেলার ফাসিতলা গ্রামের সুমন মন্ডল।

ওসি মইনুল ইসলাম জানান, শীত মৌসুমে আলুর সেচের সময় বিভিন্ন এলাকার মাঠ থেকে গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। গত সাত ডিসেম্বর রাতে উপজেলার কেচের মোড়ের মাসুদুর রহমান নামে এক ব্যক্তির স-মিল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। 

এ ঘটনায় ১০ ডিসেম্বর থানায় মামলা হলে সেদিন ভিকনী থেকে নয়ন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যমতে বুধবার (১১ ডিসেম্বর) রাতে ক্ষেতলাল উপজেলার ফাসিতলা থেকে সুমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 

পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সাগর কুমার/মেহেদী

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });