ঢাকা ২৭ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫৪ এএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫৮ এএম
আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ
নাব্য সংকটে বন্ধ রয়েছে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। ছবি: খবরের কাগজ

যমুনা নদীতে নাব্য সংকটের কারণে বন্ধ রয়েছে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। 

শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টা থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে এই পথের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। 

ফলে, আরিচা ও কাজিরহাট প্রান্তে পারাপারের অপেক্ষায় আছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। যা এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগে মারাত্মক প্রভাব ফেলেছে।

আরিচা ফেরিঘাটে অপেক্ষমাণ চালকদের অভিযোগ, দীর্ঘসময় ফেরি বন্ধ থাকায় পণ্য পরিবহনে তাদের বেশ সমস্যা হচ্ছে।

চালক আব্দুল হালিম বলেন, ‘ফেরি বন্ধ হয়ে যাওয়ায় পণ্য সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এতে আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে এবং খরচও বেড়ে যাচ্ছে।’

কাজিরহাট প্রান্তেও একই পরিস্থিতি বিরাজ করছে। ট্রাকচালক আনোয়ার হোসেন জানান, পণ্য পরিবহনের সময় এভাবে বিলম্ব হওয়ায় আমাদের লাভ কমে যাচ্ছে। যাত্রাপথে ফেরিঘাটে আটকে থাকায় খাবার ও পানি সংকটে পড়েছি আমরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নদীতে পানি কমে যাওয়ায় ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। 

এই বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা ফেরিঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, ‘নাব্য সংকটের কারণে নদীর বিভিন্ন অংশে পানি কমে গেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আমরা সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছি। তবে দ্রুত খনন কাজ চালাচ্ছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।’ 

ড্রেজিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলেই ফেরি চলাচল পুনরায় চালু হবে বলে তিনি আশাবাদী।

নাব্য সংকটের কারণে গত ২ নভেম্বর রাত ১০ টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে সাড়ে ৩৭ ঘন্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

আসাদ জামান/সাদিয়া নাহার/

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অসহায় ও হতদরিদ্র ৪০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজিবি সীমান্ত পাবলিক স্কুল মাঠে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহানন্দা ব্যাটালিনের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, সহকারী পরিচালক বেলাল হোসেনসহ অন্য কর্মকর্তারা।

তিনি বলেন, ‘ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। এই সব শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে কোনো ধরণের অবৈধ চোরাকারবারি হতে দেওয়া যাবে না। শীতার্ত মানুষসহ সবার সহাযোগিতা চান সেক্টর কমান্ডার।’

জহুরুল জহির/সাদিয়া নাহার/

জয়পুরহাটে ২ ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম
জয়পুরহাটে  ২ ট্রান্সফরমার চোর গ্রেপ্তার
খবরের কাগজ

জয়পুরহাটে একটি স-মিলের ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন, আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের নয়ন প্রামানিক এবং ক্ষেতলাল উপজেলার ফাসিতলা গ্রামের সুমন মন্ডল।

ওসি মইনুল ইসলাম জানান, শীত মৌসুমে আলুর সেচের সময় বিভিন্ন এলাকার মাঠ থেকে গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। গত সাত ডিসেম্বর রাতে উপজেলার কেচের মোড়ের মাসুদুর রহমান নামে এক ব্যক্তির স-মিল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। 

এ ঘটনায় ১০ ডিসেম্বর থানায় মামলা হলে সেদিন ভিকনী থেকে নয়ন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যমতে বুধবার (১১ ডিসেম্বর) রাতে ক্ষেতলাল উপজেলার ফাসিতলা থেকে সুমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 

পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সাগর কুমার/মেহেদী

ফরিদপুরে ইউএনওকে স্বপদে পূনর্বহালের দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম
ফরিদপুরে ইউএনওকে স্বপদে পূনর্বহালের দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন
ফরিদপুরে ইউএনওকে স্বপদে পূনর্বহালের দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন। ছবি:খবরের কাগজ

ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুনকে মৌখিক নির্দেশে সরানোর প্রতিবাদে এবং তাকে স্বপদে পূনর্বহাল ও মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান, সদরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন, জামাত নেতা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, যুবদল নেতা মুন্সি ইশারত প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সদরপুর উপজেলা নির্বাহী ‌অফিসার আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। অবিলম্বে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাকে নিজ-কর্মস্থলে পূর্ণবহাল করার দাবী জানান তারা।

বক্তারা আরও বলেন, একজন ভালো ইউএনওকে কোনো তদন্ত ছাড়াই সরানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।  

এদিকে বুধবার (১১ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের জনপ্রশাসনের সংস্কার নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় হয়। আর এ সভায় বক্তব্য দেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান।

তিনি অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। অনুষ্ঠানে আমি আমার বক্তব্যে বলি দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। এরপর ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন এবং কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা কাল)।’

তাঁর এই বক্তব্যের সঙ্গে সভায় একমত পোষণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। তিনি তাৎক্ষণিকভাবে ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন।

বুধবার ইউএনওকে সরানোর নির্দেশের পরেই প্রতিবাদে বিকেলে জামাত এবং বিএনপির পক্ষ থেকে সদরপুরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

আর বর্তমানে এ বিষয়টি নিয়ে বেশ উত্তাল ফরিদপুরের সদরপুর উপজেলা।
 
সঞ্জিব দাস/তাওফিক/  

কালিয়াকৈরে পুলিশ ফাঁড়ির পাশেই যুবককে হত্যা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পিএম
কালিয়াকৈরে পুলিশ ফাঁড়ির পাশেই যুবককে হত্যা
গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশেই তাজবির হোসেন শিহান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের মাজার রোডের মাথা থেকে ওই যুবককে পাঁচজন লোক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, ওই যুবককে কোপাতে দেখে সঙ্গে সঙ্গে মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলেও ভোর সাড়ে ছয়টার দিকে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার না করে হাইওয়ে পুলিশকে ডাকে।

এদিকে সকাল আটটার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে মরদেহ উদ্ধার নিয়ে থানা পুলিশের সঙ্গে তাদের কাটাকাটি হয়।

পরে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠান।

রিয়াদ মাহমুদ জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পলাশ প্রধান/সুমন/

হাতিয়ায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পিএম
হাতিয়ায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন
হাতিয়ায় পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: খবরের কাগজ

নোয়াখালীর হাতিয়ায় প্রেস ক্লাব ভবনে পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় লাইব্রেরিটি উদ্বোধন করেন ’২৪-এর গণ-অভ্যুত্থানের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান মাসুদ বলেন, বই পড়ে শিক্ষার্থীরা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন। লাইব্রেরিতে শুধু শিক্ষার্থীরা বই পড়ে মুক্ত জ্ঞানের চর্চা করবে তা নয়, বরং সব শ্রেণির মানুষ যাতে বই পড়ে জ্ঞানের বিকাশ ঘটাতে পারেন তার ব্যবস্থা করতে হবে। সব ধর্ম ও মতাদর্শের বই থাকতে হবে। 

এ সময় হাতিয়া প্রেস ক্লাবের সদস্যসহ সুধী সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

হানিফ উদ্দিন/তাওফিক/অমিয়/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });