রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ডেমরার বামৈর এলাকায় অটোরিকশার ধাক্কায় ইউসুফ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউটার্নের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত একজন নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামে।
শুক্রবার (৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন ইউসুফ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, লাশটি মর্গে রাখা হয়েছে।
নিহতের মেয়ে নিপা আক্তার জানান, ডেমরার কোনাপাড়া এলাকায় একটি ফলের দোকানে কাজ করতেন তার বাবা। রাতে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন। আহত হওয়ার খবর পেয়ে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গতকাল দুপুরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার বলেন, যাত্রাবাড়ী থানার মাতুয়াইল ইউটার্নের সামনে ভোররাতে গাড়ির ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। পরে একাধিক গাড়ি ওই নারীর লাশের ওপর দিয়ে চলে গেলে ক্ষতবিক্ষত হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করেও আমরা ওই নারীর নাম-পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।