লক্ষ্মীপুরে হিরালাল দেবনাথ (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার কাজিরদীঘির পাড়ে এই ঘটনা ঘটে।
নিহত হিরালাল উপজেলার উত্তর হামছাদীর কাজিরদিঘীরপাড় এলাকার প্রফুল্ল কুমার দেবনাথের ছেলে।
বাজারের ব্যবসায়ীরা জানান, হিরালাল দেবনাথ কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃ শিল্পালয়ের মালিক। কাজ শেষ করে মোটরসাইকেলে ছেলে প্রীতম দেবনাথকে নিয়ে বাড়ি যাওয়ার পথে প্রীতম তাকে বাড়ির সামনে নামিয়ে দেয়। পরে প্রীতম চলে গেলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে। পরে তার চিৎকারে প্রীতম এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় হিরালালকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে প্রীতম দেবনাথ দাবি করেন, বাজারের কাপড় ব্যবসায়ী যতন দেবনাথ এই হত্যার সঙ্গে জড়িত।
তিনি বলেন, যতন দেবনাথ প্রায়ই আমাদের দোকানের সামনে কাপড় ঝুলিয়ে রাখেন। এতে দোকানের সামনে অন্ধকার থাকে। এ বিষয়ে কথা কাটাকাটি হয়। পরে রাতের অন্ধকারে যতন দেবনাথ ও তার সহযোগীরা বাবাকে হত্যা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযানও চালানো হচ্ছে।
এদিকে ঘটনার পর থেকে যতন দেবনাথ পলাতক।