ঢাকা ২৭ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রদীপ জ্বালিয়ে রাখের উপবাসের আরাধনা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৩ পিএম
প্রদীপ জ্বালিয়ে রাখের উপবাসের আরাধনা
মৌলভীবাজারে সনাতন ধর্মগুরু শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর হাজারও অনুসারী ও ভক্তরা প্রদীপ জ্বালিয়ে রাখের উপবাস পালন করেন। ছবি: খবরের কাগজ

সূর্য যত পশ্চিমে হেলে যেতে থাকে, ততই বাড়তে থাকে পুণ্যার্থীদের ভিড়। প্রদীপ জ্বালিয়ে উন্মুক্ত ময়দানে সারিবদ্ধভাবে বসে যান সবাই। চলে মন্ত্রোচ্চারণ। তারপর সবার কল্যাণ কামনা করে প্রার্থনা করেন পুণ্যার্থীরা। এমন প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে মৌলভীবাজারে রাখের উপবাস অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ নভেম্বর) রাতে জেলার সৈয়ারপুরে লোকনাথ সেবাশ্রমে সনাতন ধর্মগুরু শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর হাজারও অনুসারী ও ভক্তরা আরাধনায় নিমগ্ন থেকে এই রাখের উপবাস পালন করেন।

এ সময় মন্দিরের আঙিনায় প্রত্যেক ভক্তের বসার জন্য নির্দিষ্ট স্থান করে দেওয়া হয়, যাতে আগত পুণ্যার্থীরা শৃঙ্খলার সঙ্গে মাটির প্রদীপ, ঘি, ডাব, দুধ, ফুল, ধান-দূর্বা, ধূপদানি ও কলাগাছের খোল নিয়ে বসতে পারেন।

আয়োজকরা জানান, দুপুরের পর থেকে শুরু হয় প্রার্থনার প্রস্তুতি এবং পুণ্যার্থীদের আগমন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মন্দিরের ঘণ্টা বেজে উঠলে উলুধ্বনির মধ্য দিয়ে সবাই প্রদীপ জ্বালাতে শুরু করেন।

এ সময় বাজনা, উলুধ্বনি, ধূপের ধোঁয়া সব মিলিয়ে আশ্রমে পৌরাণিক মহাজাগতিক অবস্থা বিরাজ করে। পরে ভক্তরা জ্বলন্ত প্রদীপ ও ধূপদানি মনু নদের জলে বিসর্জন করেন। প্রদীপ বিসর্জন শেষ হলে সারাদিনের উপবাস ভাঙার মধ্য দিয়ে শেষ হয় সব আনুষ্ঠানিকতা।

ব্রত উদযাপনে আসা পুণ্যার্থী সুস্মিতা রায় বলেন, উপবাস থেকে ব্রত পালনের উদ্দেশ্যে সন্ধ্যার পূর্বেই ধূপ-প্রদীপ নিয়ে বসতে হয়। আরাধনায় বসে প্রদীপ জ্বালানোর পর কথা বলা বন্ধ করে দিয়ে সংযম, মনোব্রতের মাধ্যমে একাগ্রচিত্তে লোকনাথকে ডাকতে হয়। প্রদীপ জ্বলা শেষ হলে মন্দির থেকে প্রসাদ গ্রহণ করে পুণ্যার্থীরা উপবাস ভাঙেন।

আয়োজক সুব্রত সরকার রাজ বলেন, ২০০২ সাল থেকে মৌলভীবাজারের এই আশ্রমে শুরু হয় রাখের উপবাস। বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি পেতে সনাতন ধর্মগুরু শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর অনুসারী ও ভক্তরা এই ব্রত পালন করেন। ১৫ কার্তিকের পর বাকি সময় প্রতি শনি ও মঙ্গলবার এ ব্রত পালন করা হয়।
 
লোকনাথ সেবাশ্রমের পুরোহিত রিংকু ভট্টাচার্য জানান, কোথাও কোথাও এ উৎসবের নাম রাখের উপবাস, কার্তিক ব্রত, গোসাইর উপবাস কিংবা ঘৃত প্রদীপ প্রজ্বালনের উৎসবও বলে।

লোকনাথ সেবাশ্রমের সাধারণ সম্পাদক চন্দন রায় বলেন, রাখের উপবাস উপলক্ষে হাজারো সনাতন ধর্মাবলম্বীদের সমাগম হয়েছে লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে। এবার প্রায় দুই শ পুণ্যার্থী ব্রত পালন করেছেন। অনুষ্ঠান সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে।


পুলক পুরকায়স্থ/মেহেদী/অমিয়/

ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি আশুলিয়ায় অন্তত ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম
আশুলিয়ায় অন্তত ২৫ কারখানায় উৎপাদন বন্ধ
ছবি: খবরের কাগজ

সাভারের আশুলিয়ায় সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বেশ কিছু তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনের মুখে অন্তত ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত আশুলিয়ায় অন্তত ১৪টি কারখানার শ্রমিকরা কাজ না করে কারখানা থেকে চলে গেছে। এছাড়া চলমান অসন্তোষের জেরে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় অন্তত ৬টি এবং ৫টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নরসিংহপুর এলাকার নীট এশিয়া লিমিটেড, নেক্সট কালেকশন লিমিটেড, ডেকো ডিজাইন লিমিটেড, শারমীন ফ্যাশন, শারমীন অ্যাপারেলস, ইথিকাল গার্মেন্টস, আগামী ফ্যাশন, ক্রসওয়্যার, ফ্যাশন ফোরাম, মুন রেডিওয়্যার লিমিটেডসহ অন্তত ১৪টি কারখানার শ্রমিকরা কাজ না করে চলে গেছে। এছাড়া নিউ এইজ গার্মেন্টস, নিউ এইজ অ্যাপারেলস, মেডলার অ্যাপারেলা, ব্যান্ডো ডিজাইনসহ অন্তত ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর অনুশ্রম আইনের ১৩ (১) ধারায় নাসা গ্রুপ, ট্রাউজার লাইন ও আল মুসলিমসহ ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকরা ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেও তারা কর্মবিরতি পালন ছাড়া কোন বিশৃঙ্খলা করছেন না। পুলিশও সক্রিয়ভাবে কাজ করছে সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটাতে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া জানান, আজ ১৩টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন, এরমধ্যে ১০টি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছেন। গতকাল বন্ধ ঘোষণা করা কারখানার সংখ্যা ছিল ১১টি।

ইমতিয়াজ উল ইসলাম/এমএ/

 

রাজশাহীর এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
রাজশাহীর এতিমখানায় দুম্বার মাংস বিতরণ
উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস এতিম শিশুদের হাতে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। ছবি: খবরের কাগজ

রাজশাহীর পবা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে সৌদি আরব সরকারের উপহারের ২২ কার্টন (৪৪০ কেজি) দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস এতিম শিশুদের হাতে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দুম্বার মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ আলী মোর্শেদ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন বলেন, সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ, অভাবগ্রস্থ ও এতিমদের। সেই লক্ষ্যে ২২ কার্টন (৪৪০ কেজি) দুম্বার মাংস উপজেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রতিটি কার্টনে ২০ কেজি করে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। যা শিক্ষার্থীদের মাঝে আনুপাতিক হারে বিতরণ করা হবে।

বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা দুম্বার মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে। এসময় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত কয়েক বছরে কোনো মাদ্রাসা বা এতিমখানায় দুম্বার মাংস বিতরণ করা হয়নি। এমনকি কখন আসতো, কারা সেই মাংস নিতো সেগুলো আমাদের জানার সুযোগ ছিলো না। তবে এবারই উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা মাংস পেয়েছি। এগুলো আমাদের এতিম শিশুরা সবাই মিলে খাবে। এজন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

পবা উপজেলার দূর্গা পারিলা এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা সামসুল ইসলাম জানান, এতোদিন যতো দুম্বার মাংস আসতো সব যেতো আওয়ামী লীগ নেতাদের পেটে। যদিও সৌদি সরকার এতিম ও দুঃস্থদের জন্য পাঠাতো। এবার সেই মাংসের যারা আসল হকদার, তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন। সেজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

এনায়েত করিম/মাহফুজ/এমএ/

রাকাব কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম
রাকাব কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন
প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: খবরের কাগজ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ অনুষ্ঠান হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী। 

প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের সব অনুষদ সদস্যরা।

মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। 

পরে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার এবং কোর্সে অংশগ্রহণকারী সবাইকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঊর্ধ্বতন অনুষদ সদস্য কাওসার জাহান।

এনায়েত/পপি/

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অসহায় ও হতদরিদ্র ৪০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজিবি সীমান্ত পাবলিক স্কুল মাঠে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহানন্দা ব্যাটালিনের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, সহকারী পরিচালক বেলাল হোসেনসহ অন্য কর্মকর্তারা।

তিনি বলেন, ‘ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। এই সব শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে কোনো ধরণের অবৈধ চোরাকারবারি হতে দেওয়া যাবে না। শীতার্ত মানুষসহ সবার সহাযোগিতা চান সেক্টর কমান্ডার।’

জহুরুল জহির/সাদিয়া নাহার/

জয়পুরহাটে ২ ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম
জয়পুরহাটে  ২ ট্রান্সফরমার চোর গ্রেপ্তার
খবরের কাগজ

জয়পুরহাটে একটি স-মিলের ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন, আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের নয়ন প্রামানিক এবং ক্ষেতলাল উপজেলার ফাসিতলা গ্রামের সুমন মন্ডল।

ওসি মইনুল ইসলাম জানান, শীত মৌসুমে আলুর সেচের সময় বিভিন্ন এলাকার মাঠ থেকে গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। গত সাত ডিসেম্বর রাতে উপজেলার কেচের মোড়ের মাসুদুর রহমান নামে এক ব্যক্তির স-মিল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। 

এ ঘটনায় ১০ ডিসেম্বর থানায় মামলা হলে সেদিন ভিকনী থেকে নয়ন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যমতে বুধবার (১১ ডিসেম্বর) রাতে ক্ষেতলাল উপজেলার ফাসিতলা থেকে সুমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 

পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সাগর কুমার/মেহেদী

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });