ঢাকা ২৯ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ১৫ দিনের রিমান্ডে

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ১৫ দিনের রিমান্ডে
আদালতে নেওয়া হচ্ছে আব্দুর রাজ্জাককে। ছবি: খবরের কাগজ

তিন মামলায় টাঙ্গাইল-৭ (ধনবাড়ি ও মধুপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) টাঙ্গাইল অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা এ আদেশ দেন। 

আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ মোট তিনটি মামলায় তাকে ১৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তার মধ্যে মধুপুর উপজেলায় গত ৪ আগস্ট হামলার ঘটনায় একটি হত্যাচেষ্টা মামলা ও অপর দুটি হলো- মির্জাপুরে ইমন হত্যা ও টাঙ্গাইল সদরে মারুফ হত্যা মামলা। রাষ্ট্রপক্ষ রিমান্ড শুনানিতে সন্তুস্ট, তবে তার উপযুক্ত শাস্তি হলেই আমরা সন্তুষ্ট হব।’

অপরদিকে সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আদালতের সামনে অবস্থান নেন। রাজ্জাককে দুপুর সাড়ে ৩টার দিকে আদালতে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এ ছাড়া বিএনপির নেতা-কর্মী ও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা আব্দুর রাজ্জাকের উপযুক্ত বিচার চাই। যারা এখনো বাইরে শিগগিরই তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ 

আসামিপক্ষের আইনজীবী শামীমুল আক্তার বলেন, ‘আদালতের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি।’ 

জুয়েল/নাবিল/সালমান/ 

সরিষাবাড়ীতে প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার চুরি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম
সরিষাবাড়ীতে প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার চুরি
ভাঙচুর করা প্রতিমা। ছবি: খবরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে কামরাবাদ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

প্রতিমা ভাঙচুর ছাড়াও দানবাক্স ও প্রতিমার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার তেওয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মন্দিরে আরাধনা চলে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে স্থানীয়রা মন্দিরে পূজা করতে এসে গেট ভাঙা দেখতে পায়। পরে মন্দিরের ভিতরে গিয়ে সবগুলো প্রতিমা ভাঙচুর অবস্থায় পাওয়া যায়। পরে মন্দির কমিটির লোকজন পুলিশে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।’

এর ফলে শুক্রবার সকাল থেকে ওই মন্দিরে পূজা দেওয়া বন্ধ রয়েছে। 

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান স্থানীয়রা।

সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা জানার পর আমরা মন্দিরটি পরিদর্শনে গিয়েছিলাম। প্রতিমা ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রতিমা ভাঙচুরের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, ‘প্রতিমা ভাঙচুরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আসমাউল আসিফ/সুমন/অমিয়/

গোপালগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ পিএম
গোপালগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক। ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভার মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

সদর উপজেলা পরিষদের পাশে জয় বাংলা পুকুর পাড়ের বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে পুলিশ সুপার মো. মিজানুর রহমান শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শহিদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়। 

পরে মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, উদীচী, বিভিন্ন রাজনৈতিক; সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

আলোচনাসভায় মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের গণহত্যার স্মৃতিচারণ করে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো ছাড়াও সুবিধাজনক সময়ে শহিদদের আত্মার শান্তি কামনায় শহরের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

এ ছাড়াও বধ্যভূমি শহিদ স্মৃতিস্তম্ভে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বালন করা হবে। 

বাদল সাহা/সুমন/অমিয়/

ফোরাম’র আয়োজনে আড়াই হাজার মানুষের ভোজ

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পিএম
ফোরাম’র আয়োজনে আড়াই হাজার মানুষের ভোজ
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফোরাম’র আয়োজনে বিনামূল্যে খাবার বিতরণ। ছবি: খবরের কাগজ

নরসিংদীর মাধবদীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফোরাম’র আয়োজনে বিনামূল্যে আড়াই হাজার মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার প্রত্যন্ত গ্রামে মেঘনার তীরে এই আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, একঝাঁক তরুণ ও এখানকার প্রবাসীরা সম্পৃক্ত রয়েছেন এই আয়োজনে। কনকনে শীতেও গ্রামের মানুষ এই আয়োজনে মুগ্ধ।

সরেজমিনে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা খাবার প্রস্তুত করছেন। দুপুরে দল দলে গ্রামের মানুষ প্যান্ডেলে এসে খাবার খাচ্ছেন সব বয়সের মানুষ।

খাবার খেতে আসা ব্যক্তিরা জানান, এতো সুন্দর আয়োজন এই প্রথম। এদের প্রশংসা করে শেষে করা যাবে না।

স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি শিল্পপতি মোহাম্মদ আল-আমিন রহমান জানান, দুই বছর আগে মানবিক কাজের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পথ চলা শুরু হয়। এবার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। এছাড়া গ্রামের হতদরিদ্রদের নানা সমস্যার সমাধানে এগিয়ে আসেন ফোরামের লোকজন। ভালো কাজের অংশীদার হতে ফোরামের সঙ্গে শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন যুক্ত রয়েছে।

ফোরাম আগামী রমজানে বরাবরের মতো রোজাদারদের পাশে থাকবে বলে জানান তিনি।

এই আয়োজনে যুক্ত হয়েছেন শিক্ষানুরাগী ও ‘হৃদয়ে বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. মফিজুল ইসলাম।

তিনি বলেন, ‘নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বথুয়াদী এলাকা একটি বৈচিত্র্যময় এলাকা। এই এলাকায় না এলে বোঝা যাবে না মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য। স্বেচ্ছাসেবীদের এই আয়োজন একটি মেগা ইভেন্টে পরিণত হয়েছে। এ যেন গ্রামের মানুষের সঙ্গে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা।’

এই কর্মসূচির সার্বিক তত্ত্ববধানে ছিলেন- ফোরমের সাধারণ সম্পাদক হাজী রোমান ও কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন মোল্লা, বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. অহিদুল্লাহ প্রমুখ।

শাওন খন্দকার/সুমন/অমিয়

অষ্টগ্রামে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম
অষ্টগ্রামে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ছবি : খবরের কাগজ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার কগজি গ্রামের মো. নাসির (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের চাতলপাড় গ্রামের মো. শাহজাহান (৪০)।

দেওঘর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. মহিউদ্দিন জানান, শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকায় করে একটি মহিষ নিয়ে যাচ্ছিলের। এ খবর পেয়ে স্থানীয়রা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদের ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে জনতা তাদের পিটিয়ে মেরে ফেলে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের বিরুদ্ধে নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তিনি জানান, নিহত দুজনই চিহ্নিত চোর। মহিষটি উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটি চিহ্নিত করা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাসলিমা মিতু/জোবাইদা/অমিয়/

বাড়ির সামনেই মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
বাড়ির সামনেই মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
নাটোর

নাটোরের লালপুরে সাইফুল ইসলাম (৫৫) নামে এক মুদি দোকানিকে নিজ বাড়িতে সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে এবি ইউনিয়নের বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়র পাশে এ ঘটনা ঘটে।

বামনগ্রাম বাজারে সাইফুলের মুদির দোকান রয়েছে।

নিহতের স্ত্রী হুসনেয়ারা বেগম ছবি জানান, দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সাইফুল। বাড়ির গেটের সামনে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি  কুপিয়ে হত্যা করে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা  চলছে। 

কামাল মৃধা/জোবাইদা/অমিয়/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });