ঢাকা ২৯ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৭ শ্রমিক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ এএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ এএম
কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৭ শ্রমিক
হাপাতালে চিকিৎসাধীন এক দগ্ধ যুবক। ফাইল ফটো

নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জয় (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সুলতান (২৪), রাজু মিজান (৩৮), রিপন (৩৮), মো. শাহজালাল।

স্থানীয়রা জানান, সোমবার রাতে শ্রমিকরা কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন। তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজে বিস্ফোরণ ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আর দুজন কম দগ্ধ হয়েছেন।

অমিয়/

শহিদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান: চসিক মেয়র

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম
শহিদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান: চসিক মেয়র
ছবি: খবরের কাগজ

শহিদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্মৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে বধ্যভূমি সংরক্ষণ জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর মেয়র এ কথা বলেন। 

এ সময় চসিক মেয়র আরও বলেন, ‘বুদ্ধিজীবীরা হচ্ছেন সেই মানুষরা যারা শিক্ষায়, চিকিৎসায়, প্রকৌশলে, কৃষিতে, রাজনীতিতে এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে একটি জাতির উন্নয়ন সাধন করেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে দেশের বুদ্ধিজীবীরাও ছিলেন, যারা দেশের মেরুদণ্ড। আমরা আজকের দিনে তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

তিনি বলেন, ‘তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং শহিদ পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে অবশ্যই বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আমরা তাদের নাম ও ইতিহাস সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। আমি সিটি করপোরেশনের মেয়র হিসেবে যতদিন ক্ষমতায় থাকব, ততদিন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের চেষ্টা করব এবং তাদের মর্যাদাকে যথাযথভাবে ফিরিয়ে দিতে সচেষ্ট থাকব। কীভাবে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস আরও ভালোভাবে তুলে ধরা যায় তা জানতে বীর মুক্তিযোদ্ধাদের পরামর্শ গ্রহণ করব।’

পাহাড়তলী বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের এবং শহিদদের ইতিহাস ও অবদানের উপর ফলক তৈরি করা হবে বলেও জানান মেয়র। 

মেয়র আরও বলেন, ‘আজকের দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, কীভাবে শহিদ বুদ্ধিজীবীরা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হবে। আমাদের উচিত তাদের আত্মত্যাগকে চিরকাল স্মরণ রাখা এবং তাদের দেখানো পথে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। আমরা মনে করি, দেশের এই ক্রান্তিকালে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি মেধাবী, দুর্নীতিমুক্ত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কারণ ঐক্য ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।’

এ সময় মেয়র শাহাদাতের সঙ্গে ফুলেল শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. তৌহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন করপোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানরাসহ কর্মকর্তা-কর্মচারী এবং মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী।

সাদিয়া নাহার/

গোপালগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ পিএম
গোপালগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক। ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভার মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

সদর উপজেলা পরিষদের পাশে জয় বাংলা পুকুর পাড়ের বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে পুলিশ সুপার মো. মিজানুর রহমান শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শহিদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়। 

পরে মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, উদীচী, বিভিন্ন রাজনৈতিক; সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

আলোচনাসভায় মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের গণহত্যার স্মৃতিচারণ করে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো ছাড়াও সুবিধাজনক সময়ে শহিদদের আত্মার শান্তি কামনায় শহরের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

এ ছাড়াও বধ্যভূমি শহিদ স্মৃতিস্তম্ভে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বালন করা হবে। 

বাদল সাহা/সুমন/অমিয়/

ফোরাম’র আয়োজনে আড়াই হাজার মানুষের ভোজ

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পিএম
ফোরাম’র আয়োজনে আড়াই হাজার মানুষের ভোজ
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফোরাম’র আয়োজনে বিনামূল্যে খাবার বিতরণ। ছবি: খবরের কাগজ

নরসিংদীর মাধবদীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফোরাম’র আয়োজনে বিনামূল্যে আড়াই হাজার মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার প্রত্যন্ত গ্রামে মেঘনার তীরে এই আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, একঝাঁক তরুণ ও এখানকার প্রবাসীরা সম্পৃক্ত রয়েছেন এই আয়োজনে। কনকনে শীতেও গ্রামের মানুষ এই আয়োজনে মুগ্ধ।

সরেজমিনে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা খাবার প্রস্তুত করছেন। দুপুরে দল দলে গ্রামের মানুষ প্যান্ডেলে এসে খাবার খাচ্ছেন সব বয়সের মানুষ।

খাবার খেতে আসা ব্যক্তিরা জানান, এতো সুন্দর আয়োজন এই প্রথম। এদের প্রশংসা করে শেষে করা যাবে না।

স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি শিল্পপতি মোহাম্মদ আল-আমিন রহমান জানান, দুই বছর আগে মানবিক কাজের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পথ চলা শুরু হয়। এবার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। এছাড়া গ্রামের হতদরিদ্রদের নানা সমস্যার সমাধানে এগিয়ে আসেন ফোরামের লোকজন। ভালো কাজের অংশীদার হতে ফোরামের সঙ্গে শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন যুক্ত রয়েছে।

ফোরাম আগামী রমজানে বরাবরের মতো রোজাদারদের পাশে থাকবে বলে জানান তিনি।

এই আয়োজনে যুক্ত হয়েছেন শিক্ষানুরাগী ও ‘হৃদয়ে বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. মফিজুল ইসলাম।

তিনি বলেন, ‘নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বথুয়াদী এলাকা একটি বৈচিত্র্যময় এলাকা। এই এলাকায় না এলে বোঝা যাবে না মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য। স্বেচ্ছাসেবীদের এই আয়োজন একটি মেগা ইভেন্টে পরিণত হয়েছে। এ যেন গ্রামের মানুষের সঙ্গে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা।’

এই কর্মসূচির সার্বিক তত্ত্ববধানে ছিলেন- ফোরমের সাধারণ সম্পাদক হাজী রোমান ও কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন মোল্লা, বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. অহিদুল্লাহ প্রমুখ।

শাওন খন্দকার/সুমন/অমিয়

অষ্টগ্রামে চোর সন্দেহে ২জনকে পিটিয়ে হত্যা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম
অষ্টগ্রামে চোর সন্দেহে ২জনকে পিটিয়ে হত্যা
ছবি : খবরের কাগজ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন-অষ্টগ্রাম উপজেলার কগজি গ্রামের মো. নাসির (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের মো. শাহজাহান (৪০)।

দেওঘর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. মহিউদ্দিন জানান, শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ নিয়ে যাচ্ছিল। এ খবর পেয়ে স্থানীয় জনতা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদেরকে ধরে নিয়ে আসে। পরে তাদেরকে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে হাজারো জনতা গিয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের বিরুদ্ধে নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তিনি জানান, নিহত দুজনই চিহ্নিত চোর। মহিষটি উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটি চিহ্নিত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাসলিমা মিতু/জোবাইদা/ 

বাড়ির সামনে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
বাড়ির সামনে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
নাটোর

নাটোরের লালপুর উপজেলায় সাইফুল ইসলাম (৫৫) নামে এক মুদি ব্যাবসায়ীকে নিজ বাড়িতে সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে এবি ইউনিয়নের বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়র পাশে এ ঘটনা ঘটে।

বামনগ্রাম বাজারে সাইফুলের মুদির দোকান। তিনি একই এলাকার এবাদ মুন্সীর ছেলে। 

নিহতের স্ত্রী হুসনেয়ারা বেগম ছবি বলেন, 'দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সাইফুল। গেটের সামনে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি  কুপিয়ে হত্যা করে।' 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা  চলছে। 

কামাল মৃধা/জোবাইদা/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });