গাইবান্ধায় একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
এর মধ্যে গোবিন্দগঞ্জে ট্রাক-ভ্যান সংঘর্ষে ঝরনা বেগম (৪৫), তার ছেলে জিহাদ মিয়া (২৪) এবং ভ্যানচালক খালেক মিয়া (৩০) নিহত হয়েছেন। এ সময় আরও এক ভ্যানযাত্রী দুলু মিয়া (৩০) আহত হয়েছেন।
এ ছাড়া সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
ঝরনা বেগম দরবস্ত ইউনিয়নের হরিপুর বগুলাগাড়ী গ্রামের আব্বাস আলীর স্ত্রী এবং সুফিয়া বেগম চন্ডিপুর গ্রামের বাবু মণ্ডলের স্ত্রী।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঝরনা বেগমসহ চার যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার পথে ভ্যানের এক্সেল ভেঙে যাত্রীরা পড়ে গেলে একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ঝরনা বেগম। পরে লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতির কারণে তাদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ ও খালেক মিয়া মারা যান।
অন্যদিকে, ঢাকা-রংপুর মহাসড়কে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান সুফিয়া বেগম।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে দুইটি ঘটনার মামলাই প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
রফিক খন্দকার/মেহেদী/অমিয়/