ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকা থেকে অপহৃত সাত বছরের শিশু জান্নাতকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ ব্যাটালিয়ন।
সোমবার (১১ নভেম্বর) রাত ৩টার দিকে ফেনীর সদর এলাকায় র্যাব-১০ ও র্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধারসহ জড়িতকে গ্রেপ্তার করে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী সাজিয়া আক্তার তার ওই শিশু কন্যাসহ খোলামোড়া এলাকায় বসবাস করেন। শিশু জান্নাত সেখানকার খাতুনে জান্নাত মাদ্রাসায় প্লে গ্রুপে লেখাপড়া করে। গত শুক্রবার দুপুরে বাড়ির সামনে খেলাধুলা করার সময় অপহরণের শিকার হয় শিশুটি। নিখোঁজ হিসেবে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই দিন সন্ধ্যায় বিল্লাল নামে এক ব্যক্তি (গ্রেপ্তারকৃত) জান্নাতের মাকে ফোন দিয়ে মেয়ের মুক্তিপণের জন্য এক লাখ টাকা দাবি করেন। এরপর তাৎক্ষণিক বিকাশে ১০ হাজার টাকা পরিশোধ করেন সাজিয়া। এর পরও টাকার জন্য চাপ দিয়ে অপহৃত জান্নাতকে হত্যার হুমকি দিতে থাকেন বিল্লাল। উপায় না দেখে ভুক্তভোগী মা সাজিয়া কেরানীগঞ্জ মডেল থানায় অপহরণ মামলা করেন।
র্যাব কর্মকর্তা তাপস আরও জানান, এ মামলার প্রেক্ষাপটে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। চট্টগ্রামের র্যাব-৭ ব্যাটালিয়নের সহযোগিতায় ফেনীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণকারী বিল্লালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে অপহৃত শিশুকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল শিশুটিকে অপহরণের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।