বরগুনায় হাসপাতাল থেকে রিমান্ডের আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্য ও হাসপাতালে দায়িত্বরত পাঁচ কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত তিন জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (১১ নভেম্বর) বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- তালতলী থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, একই থানার পুলিশ সদস্য রিয়াজুল, অন্তর ও ফোরকান।
আটকরা হলেন বরগুনা সদরের ঘটবাড়িয়ার আশ্রাফুর রহমান অন্তু, তালতলীর মালিপাড়ার হামিদা বেগম ও তার ছেলে ছগির মিস্ত্রি।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, তালতলীতে বিএনপি কার্যালয় ও জিয়া মঞ্চ ভাঙচুরের অভিযোগে উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জাকির খলিফা একটি মামলা করলে সোমবার উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা মিজান ও তার অনুসারী রাকিব, জাহিদ, খলিল, ইমার, আরিফ, ইউসুফসহ সাত আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ রিমান্ডে নেওয়ার আগে আসামিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেনারেল হাসপাতালে নিলে আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় হাসপাতালের কর্মচারীরা বাধা দেওয়ায় তাদেরকেও মারধর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, তিন হামলাকারীকে আটক করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মহিউদ্দিন অপু/মাহফুজ /এমএ/