সুপ্রিম কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের ৭ দিন এবং অপর আসামি রিপন দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে ষষ্ঠ মহানগর আদালতের হাকিম কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ এই দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি বলেন, ‘আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি চন্দন দাসের ১০ দিন রিমান্ড আবেদন করলে তার ৭ দিন এবং তদন্তেপ্রাপ্ত অপর আসামি রিপন দাসের ১০ দিন আবেদন করলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’
কঠোর নিরাপত্তায় এ দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় আদালত চত্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে ভৈরব রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাতেই তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়।
একইদিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে আলিফ হত্যার তদন্তে প্রাপ্ত আরেক আসামি রিপন দাসকে গ্রেপ্তার করে পুলিশ।
আইনজীবী হত্যার ঘটনায় ভাইরাল হওয়া এক ভিডিওতে কমলা রঙের টি-শার্ট ও কালো প্যান্ট এবং হেলমেট পরিহিত চন্দনকে (৩৫) ছুরি হাতে সাইফুলকে কোপাতে দেখা গেছে। ওই ফুটেজে রিপনকে নীল রঙের গেঞ্জি ও বটি হাতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, রিপন হত্যা মামলার এজাহারনামীয় আসামি নন। এ পর্যন্ত বহুল আলোচিত ও চাঞ্চল্যকর এই হত্যায় জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাহফুজ/এমএ/