১৫শ বড় যাত্রীর খাবার আয়োজন, শরিয়তসম্মত নাচগান, লেপ তোষক উপহার ও ফ্রি হানিমুনেরসুবিধাসহ ৮ দম্পতির বিয়ে হয়েছে অতি ধুমধামে। ক্লাবে বর যাত্রীর খাবার ছাড়াও চা-কফি-পান সুপারির ব্যবস্থাও ছিল। কমতি ছিল না আধুনিক সাজসজ্জা, বিয়ের সানাইয়েরও।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন যৌতুকবিহীন ও বিনা খরচে ৮ দম্পতির বিয়ে আয়োজন করে।
ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে যৌতুকের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং একটি সুস্থ সম্মানজনক সম্পর্কের ধারণা প্রচার করার উদ্দেশে করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরের বাকলিয়ার কে বি কনভেনশন সেন্টারে ৮ দম্পতির বিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, সমাজকর্মী, সাংবাদিক এবং ফাউন্ডেশনের সদস্যরা।
প্রতিটি বিয়ের খরচ এবং আনুষঙ্গিক আয়োজনের দায়িত্ব নিয়েছে ফাউন্ডেশন। যাতে কোন দম্পতিই আর্থিক সমস্যার কারণে বিয়ে করতে পিছিয়ে না পড়ে।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন খবরের কাগজকে বলেন, আমাদের সমাজে এখনও যৌতুকের দাবিতে অনেক বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটছে। মানুষের সচেতনতা বাড়াতে ৮ দম্পতির বিয়ে দিয়েছি আমরা। যা আগামীতে চলমান থাকবে। আমাদের ফেসবুক পেইজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে দম্পতিরা। সম্প্রতি এ বিষয়ে সচেতনতা বাড়াতে একাধিক সামাজিক আন্দোলন এবং কর্মসূচি পালন করা হচ্ছে। বিশেষত, যৌতুকবিহীন বিয়ের প্রতি আগ্রহ এবং প্রতিশ্রুতি বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের বিয়েগুলি শুধু দুজন মানুষের মধ্যে সম্পর্কের একটি নতুন দৃষ্টিভঙ্গি নয় বরং সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত। জেলা শহর এবং গ্রামাঞ্চলে স্থানীয় সমাজসেবী সংগঠনগুলি যৌতুকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার জন্য নানা কর্মসূচি আয়োজন করছে।
তিনি বলেন, এখনও সমাজে যৌতুক একটি দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে চাই। এক্ষেত্রে, স্থানীয় প্রশাসন, এনজিও এবং সমাজকর্মীরা যৌতুককে একটি অবাঞ্ছিত সামাজিক ব্যাধি হিসেবে তুলে ধরতে পারে। সবচেয়ে ভূমিকা রাখতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব, টেলিভিশন এবং পত্রিকা।
ফাউন্ডেশন আরও জানায়, তারা নিয়মিতভাবে এই ধরনের আয়োজন করবে এবং সমাজের অন্যান্য অংশের সঙ্গে একযোগে যৌতুকবিরোধী প্রচারণা চালাবে। অনুষ্ঠানে সকল দম্পতির কাছে যৌতুকের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করা হয় এবং সবাইকে যৌতুক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য উৎসাহিত করা হয়।
নবদম্পতি লোকমান হাকিম ও ফাতেমা-তুজ-জোহরা বলেন, আমরা খুব আনন্দিত যে আমাদের বিয়ে একটি সামাজিক উদ্যোগের অংশ হয়ে বাস্তবায়িত হয়েছে। আমাদের পরিবার যৌতুকের জন্য কখনো চাপ সৃষ্টি করেনি, তবে এই উদ্যোগে অংশ নিয়ে আমরা খুশি যে আমাদের বিয়েকে একটি সামাজিক আন্দোলনের অঙ্গ হিসেবে তুলে ধরা হলো।
অপর দম্পতি শফিকুল ইসলাম ও শিফা মনি বলেন, আমরা ২০ হাজার টাকা দেনমোহর পরিশোধের মাধ্যমে বিয়ে করেছি। আমাদের বিয়ে আয়োজন এতো সুন্দরভাবে হবে তা কখনও কল্পনাও করিনি। এমন বিয়ে সমাজে ছড়িয়ে পড়ুক আমরা এটায় কামনা করি। আমাদের এ বিয়ের আয়োজনের জন্য শামসুল হক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
ওই দুই দম্পতি ছাড়াও জুলফিকার আলী- খাদিজা খাতুন, শহিদুল ইসলাম - সালমা আক্তার, মোহাম্মদ ইলিয়াস- সাজকিয়াতুন জান্নাত, মেহেরাজুল ইসলাম- নাহিদা সুলতানা, মামুনুল রশিদ-মায়েদা আক্তার, রিয়াদ হোসেন- জান্নাতি দম্পতির বিয়ে সম্পন্ন হয়।
চট্টগ্রামের এ উদ্যোগের পর, পুরো বাংলাদেশের বিভিন্ন শহর এবং গ্রামাঞ্চলে যৌতুকবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য এমন উদ্যোগের বিস্তার আশা করা হচ্ছে।
স্থানীয় সমাজসেবীরা জানান, এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে এবং তরুণদের মাঝে যৌতুকবিহীন বিয়ের প্রতি আগ্রহ বাড়াবে।
অনুষ্ঠানে সাংবাদিক মোহাম্মদ হোসেন বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি যা সমাজের মধ্যে সম্পর্কের পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভাবনা নষ্ট করে। আমরা চাই, আমাদের যুব সমাজ এই ধরনের প্রথাকে ত্যাগ করুক এবং বিয়েকে এক ধরনের সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে পরিণত করুক।
অনুষ্ঠানে উপস্থিত সবাই এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন এবং একযোগে যৌতুকমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেছেন।
আয়োজনের সব খরচ, যেমন- মেহমানদারি, সাজসজ্জা, পাত্র-পাত্রীর, উপহার, হানিমুন, খাবার, পোশাকসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সরবরাহ করেছে।
খাবারের মেন্যুতে ছিল পোলাও ভাত, খাসির মাংস, মুরগির রোস্ট, চনার ডাল ও মাংস। সচরাচর একটি বিয়েতে এভাবে খাবার মেন্যু হয়ে থাকে।
সরজমিনে দেখা যায়, বাকলিয়া কনভেনশন সেন্টারের প্রবেশ পথেও আলোকসজ্জা করা হয়েছে। সৌন্দর্যবর্ধন করা হয়েছে। ভিতরের প্রবেশ করতে দুপাশে সাজানো হয়েছে। ভিতরের করা হয়েছে বর ও কনেদের জন্য বিয়ের স্টেজ। করা হয়েছে ইন্টেরিয়র ডেকোরেশন। বরদের খাবার টেবিল আলাদা করে সাজানো হয়েছে। বরের স্বজনরা একসঙ্গে বসে খাবার গ্রহণ করেছেন। খাবার শেষে কাবিননামায় স্বাক্ষর করে ক্লাব থেকে বিদায় জানানো হয়েছে দম্পতিদের।
আয়োজকদের আশা, এমন উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ুক। সমাজের বিভিন্ন স্তরের মানুষ যৌতুকের বিরুদ্ধে নিজেদের অবস্থান আরও দৃঢ় করুক। বিশেষ করে, তরুণ প্রজন্ম যৌতুকবিহীন বিয়ে এবং সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হোক।
এ আয়োজনের মাধ্যমে যৌতুকমুক্ত বিয়ের ধারণা সমাজে আরও বিস্তার লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
নাবিল/এমএ/