বেনাপোলে চেকপোস্ট এলাকায় আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং বিভিন্ন কসমেটিকস জব্দ করেছে টাস্কফোর্স। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিমের নেতৃত্বে ৩০ জন বিজিবি সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়াসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসাধু ব্যবসায়ীরা বেশ কয়েকদিন ধরে বেনাপোল চেকপোস্ট এলাকায় আবাসিক হোটেলগুলোতে ভারতীয় শাড়ি, কসমেটিকস এবং অন্যান্য মালামাল রেখে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল। এনিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। এর প্রেক্ষিতে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও বিজিবির সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে এ অভিযান চালানো হয়।
জব্দ মালামালালের মধ্যে রয়েছে- ৩২৯টি স্কিন ক্রিম, ১৯১টি শাড়ি, ৬০টি ওড়না, ১৬টি লেডিস চাদর, ৯টি কটি পোশাক ও চারটি শাল। যার বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা।
জব্দকরা মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।
নজরুল ইসলাম/জোবাইদা/অমিয়/