জামালপুরের সরিষাবাড়ীতে কামরাবাদ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
প্রতিমা ভাঙচুর ছাড়াও দানবাক্স ও প্রতিমার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার তেওয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মন্দিরে আরাধনা চলে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে স্থানীয়রা মন্দিরে পূজা করতে এসে গেট ভাঙা দেখতে পায়। পরে মন্দিরের ভিতরে গিয়ে সবগুলো প্রতিমা ভাঙচুর অবস্থায় পাওয়া যায়। পরে মন্দির কমিটির লোকজন পুলিশে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।’
এর ফলে শুক্রবার সকাল থেকে ওই মন্দিরে পূজা দেওয়া বন্ধ রয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান স্থানীয়রা।
সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা জানার পর আমরা মন্দিরটি পরিদর্শনে গিয়েছিলাম। প্রতিমা ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রতিমা ভাঙচুরের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, ‘প্রতিমা ভাঙচুরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আসমাউল আসিফ/সুমন/অমিয়/