
সারা দেশের মতো সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে চলছে তারুণ্যের উৎসব। এ উৎসবে জায়গা পেয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা। এরই ধারাবাহিকতায় এ উৎসবে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যবাহী রশিটানা খেলা। গত বৃহস্পতিবার জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সুকান্ত দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও দণ্ডপাল ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দণ্ডপাল ইউনিয়নের মোট ৮টি দল অংশ নেয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন হয় মৌমারি দল, আর রানার্সআপ হয় ঢাকাইয়াপাড়া হল। পরে বিজয়ী ও রানার্সআপদের টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। দীর্ঘদিন পর হারিয়ে যেতে বসা এ খেলা উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকা থেকে জড়ো হন নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ। দীর্ঘদিন পর এমন খেলা আয়োজন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়সহ স্থানীয়রা।
আয়োজক ও স্থানীয় জনপ্রতিনিরা জানান, মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে রক্ষা, অনলাইন গেমিং থেকে দূরে থাকা ও নিজস্ব সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমাদের এমন আয়োজন।
এ বিষয়ে ইসমাইল হোসেন বলেন, ‘রশিটানা খেলা আমি অনেক আগে খেলেছি। দীর্ঘদিন পর এরকম খেলা আয়োজন করায় আমরা অনেক আনন্দিত। যদিও খেলায় অংশ নিয়ে হেরেছে আমার দল। তবে এমন আয়োজনে আবারও শৈশবে ফিরে গিয়েছিলাম।’
একই কথা বলেন বারেক হোসেন। তিনি বলেন, ‘রশিটানা খেলা একসময় অনেক আয়োজন করা হতো। অনেক দিন পর এ খেলা দেখতে পেয়ে অনেক আনন্দ লাগছে।’
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘হারিয়ে যাওয়া রশিটানা খেলা দেখতে পেয়ে খুব খুশি স্থানীয়রা। বিশেষ করে নতুন প্রজন্ম এসব খেলার সঙ্গে পরিচিত হয়ে নিজস্ব সংস্কৃতি ধরে রাখবে বলে আমার বিশ্বাস।’