ঢাকা ২৯ মাঘ ১৪৩১, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
English
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

জামালপুরে ২ সমন্বয়কের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১৩ এএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ পিএম
জামালপুরে ২ সমন্বয়কের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা
জামালপুরের মাদারগঞ্জে ছিনতাইকারীদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি জান্নাতুল ফেরদৌস। ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে জান্নাতুল ফেরদৌস নামে এক মাছ ব্যবসায়ীর ওপর হামলা করে ছয় লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

পরে ওই ব্যবসায়ী শুক্রবার মাদারগঞ্জ মডেল থানায় দুই সমন্বয়কসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলাসূত্রে জানা গেছে, মাদারগঞ্জ থানা মোড় এলাকায় মাছের ব্যবসা করেন জান্নাতুল ফেরদৌস (২৯)। বৃহস্পতিবার মাছের আড়ৎ থেকে বাড়ি আসার সময় পথে ওঁৎ পেতে থাকা উপজেলার বাকুরচর গ্রামের মো. হাইদর আলীর ছেলে আনন্দ (২৭), নজরুল ইসলামের ছেলে বিজয় (২৬), মনির (২২) ও রুমন মিয়াসহ (২৫) আরও সাত থেকে আটজন দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর ওপর হামলা করে। মারধরের পরে তার টাকা ছিনতাই করা হয়। এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করে জানান, বিজয় ও রুমন সমন্বয়কারী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে। তাদের নেতৃত্বেই আমার ওপর হামলা করে টাকা ছিনতাই করা হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভ জানান, বিজয় ও রুমন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তাদের অনেক অবদান রয়েছে। প্রতিপক্ষরা তাদেরকে ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ বিষয়ে জানান, শুনেছি দুইজন আসামি সমন্বয়ক, তবে তারা সমন্বয়ক কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আসমাউল আসিফ/সুমন/

হাতিয়ায় ৩ জেলেকে পিটিয়ে ডাকাত সাজানোর চেষ্টা

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম
হাতিয়ায় ৩ জেলেকে পিটিয়ে ডাকাত সাজানোর চেষ্টা
পিটুনির শিকার তিন জেলে। ছবি: খবরের কাগজ

নিজেদের ঘর থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তিনজনকে পিঠিয়ে করা হয় অজ্ঞান। ডাকাত হিসাবে জোরপূর্বক নেওয়া হয় স্বীকারোক্তি। সঙ্গে দেওয়া অস্ত্র, জোর করে সম্মতিও নেওয়া হয়। এসময় পরিবারের লোকজন বাঁচাতে এলে তাদেরকেও লাঞ্চনা করা হয়। পরে ডাকাত তকমা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 এর আগে পুরো ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়। জেল ফেরত এক বিএনপি নেতাকে দেখতে যাওয়ার অপেরাধে এই বর্বরোচিত ঘটনার শিকার হন নোয়াখালী হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের তিন জেলে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে জাহাজমারা ইউনিয়নের কাদেরিয়া সুইচগেইট এলাকার সরকারি ব্যারাক হাউজে এই ঘটনা ঘটে।
আহত তিন জেলে হলো- ওইএলাকার আলী আজ্জমের ছেলে ফখরুউদ্দিন (২৮), মো. দিলুর ছেলে শাহারাজ (২৭) ও কামাল উদ্দিনের ছেলে মো. কাউসার (২৭)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আহত তিনজন পেশায় জেলে। ঘটনার দিন জাহাজমারা ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি হাসান মাঝি দীর্ঘদিন পর জেল থেকে বের হলে তাকে দেখতে তার বাড়িতে যায় শাহারাজ, ফখরুউদ্দিন ও কাউসার। হাসান মাঝির সঙ্গে দেখা করার অপরাধে ওই দিন রাত ১০টায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের হামলা ও বেধড়ক পিটুনির শিকার হন তিন জন। পরে তাদেরকে পিটিয়ে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। 

ভূয়া রকেট লঞ্চার সামনে দিয়ে ডাকাত সাজিয়ে স্বীকারোক্তি আদায়ে ভিডিও ধারণ করে। এখানে শেষ নয়, থানায় ফোন করে ডাকাত ধরা হয়েছে বলে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। থানার প্রধান ফটকে দেখা হয় জেলে কাউসারের মা জাহেরা খাতুনের সঙ্গে। সাংবাদিকদের দেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে জাহেরা জানান, তার সন্তানসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত কিংবা মৌখিক কোনো অভিযোগ কখনো আসেনি। তারা সব সময় নদীতে থাকেন। রাতে তাদেরকে ঘর থেকে ডেকে এনে বেধড়ক পিটানো হয়। এসময় বার বার অনেকের পায়ে ধরেও নিজের ছেলেকে বাঁচাতে পারেননি বলে জানান জাহেরা।

এ বিষয়ে জাহাজমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের জানান, থানায় সোপর্দ করা তিন জন সরাসরি ডাকাতির সঙ্গে জড়িত থাকার ঘটনা তিনি জানেন না। তবে বিগত সরকারের আমলে তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকতে পারেন।

বিএনপি নেতা হাসান মাঝি জানান, এখানে সরকারি ব্যারাকের অনেক মানুষ আমাকে দেখতে এসেছে। তাদের মধ্যে ব্যারাকে বসবাস করা তিনজনকে বেধড়ক পিটিয়ে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেন।

এবিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, ডাকাত হিসেবে থানায় সোপর্দ করা ৩ জনের বিষয়ে আমরা ক্ষতিয়ে দেখেছি। তবে এখন পর্যন্ত তাদের অতীতে রেকর্ডে কোনো ডাকাত কিংবা কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। তাদের কাছে পাওয়া রকেট লঞ্চার বাস্তবে কোনো রকেট লঞ্চার না। এটি আসলে একপ্রকার সমুদ্রে ব্যবহৃত প্যারাস্যুট সিগনাল বাতি। তবে এ বিষয়ে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। থানায় সোপর্দ করা তিনজনকে তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য জাহাজমারা ফাঁড়ি থানার ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মো: হানিফ উদ্দিন সাকিব/মাহফুজ

মাদারীপুরের শিবচরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পিএম
মাদারীপুরের শিবচরে পৃথক দুর্ঘটনায় নিহত ২
খবরের কাগজ গ্রাফিকস

ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ

মাদারীপুরে শিবচরে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক সাগর সরদার (৩৫) নিহত হয়েছে। নিহত সাগর সরদার শরীয়তপুর জেলা পালং উপজেলা রুদ্রকর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় জেলার শিবচরের দ্বিতীয়খন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাগর সরদার জেলার শিবচর বাজারের দোকানে টিন পৌঁছে দিয়ে নছিমন নিয়ে শরীয়তপুর ফিরছিলেন। তার নছিমনটি দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় আসলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সাগর সরদার নছিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্রেনে কাটা পড়ে নারীর মুত্যু

অন্যদিকে সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রেললাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের সঙ্গে ওই নারীর ধাক্কা লাগে। এসময় ওই নারী ছিটকে রেললাইন থেকে দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘আমরা দুইটি ঘটনার খবর পেয়েছি। ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আর মরদেটি থানায় রয়েছে। অন্যদিকে যেহেতু রেলে কাটা পড়ে মারা গেছে, সেহেতু বিষয়টি রেল পুলিশ দেখবে। আমরা রেল পুলিশকে অবগত করেছি।’

মো. রফিকুল ইসলাম/মাহফুজ 

 

বরিশালে দেশীয় তৈরি ৫টি পাইপগান উদ্ধার

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম
বরিশালে দেশীয় তৈরি ৫টি পাইপগান উদ্ধার
ছবি: খবরের কাগজ

বরিশালের বাবুগঞ্জ থেকে দেশীয় তৈরি পাঁচটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনে খান বাড়ির পুকুর পাড় থেকে ব্যাগভর্তি ওই অস্ত্র উদ্ধার করা হয়। মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দুপুরে রহমাত পুরন-খানপুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুরের পাড়ে গেলে ব্যাগটি দেখতে পায়। পরবর্তীতে তারা খান বাড়ির লোকজনে জানালে তারা ব্যাগভর্তি অস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উপ পুলিশ কমিশনার সুশান্ত কুমার সরকার বলেন, গত রাতে তারা রহমতপুর এবং চাঁদপাশা ইউনিয়নে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করেন। ওসময় কাউকে আটক করতে পারেননি। তবে ওই ঘটনা টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পুকুরের পাড়ে অস্ত্রগুলো ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। এই অস্ত্র কারা ব্যবহার করত, কোথা থেকে আসছে তা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মঈনুল ইসলাম সবুজ/এমএ/

না ফেরার দেশে গদখালির ফুল চাষের সূতিকাগার শের আলী

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম
না ফেরার দেশে গদখালির ফুল চাষের সূতিকাগার শের আলী
গদখালির ফুল চাষের সূতিকাগার শের আলী সরদার

যশোরের ঝিকরগাছার গদখালির ফুল চাষের সূতিকাগার শের আলী সরদার চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ফুল চাষের মাধ্যমে গদখালি এখন ফুলের রাজধানী নামে খ্যাত। 

ফুলচাষের পথ প্রদর্শক শের আলীর দেখানো পথে গদখালি ও পাশের গ্রাম পানিসারার প্রায় সবাই কমবেশি ফুল চাষ করেন। পানিসারার পার্শ্ববর্তী গ্রামেও এখন ফুল চাষ হচ্ছে। বর্তমানে এ এলাকায় প্রতিবছর প্রায় দুই হাজার হেক্টর জমিতে ফুল চাষ হয়। এ চাষে কর্মসংস্থান হয়েছে পাঁচ হাজার লোকের বেশি। এছাড়া ফুল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আরও ৫০ হাজার মানুষ। আর এসব সম্ভব হয়েছে শের আলীর কারণেই। প্রথমে তিনি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বীজ নিয়ে এসে এক বিঘা জমিতে রজনীগন্ধার চাষ শুরু করেন।

যশোর ফুল উৎপাদক ও বিপনন সমবায় সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, শের আলী সরদার ফুল চাষের প্রথম উদ্যোক্তা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম শের আলী সরদারের প্রথম জানাজা যোহরের নামাজর পর পানিসারায় তার নিজ বাড়িতে এবং দ্বিতীয় জানাজা আসরের নামাজের পর পানিসারা ফুল মোড়ে সম্পন্ন হয়। শের আলীর মৃতুতে আবদুর রহিম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এইচ আর তুহিন/মাহফুজ

 

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত
প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশা-নাঙ্গলবাদ সড়কের রু‌পিয়াটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রিয়ে দুই কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের আরেক আরোহী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাংশা উপজেলার স‌রিষা ইউ‌নিয়নের বিলজা‌লিয়া গ্রামের শ‌রিফুল ইসলামের ছেলে শুভ (১৭) ও একই উপজেলার মৌরাট ইউ‌নিয়নের স্বর্ণগড়া গ্রামের মিলনের ছেলে নিলয় (১৭)।

আহত রিফাত (১৭) স‌রিষা ইউ‌নিয়‌নের জাগীর বাগলী গ্রামের অধিবাসী। তারা তিনজনই একাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, মোটরসাইকেলে পাংশা উপজেলা শহর থেকে বাড়ি ফির‌ছিলেন তারা। রুপিয়াট দাখিল মাদ্রাসার সামনে এক‌টি ব্যাটারিচালিত অটো‌রিকশাকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার দেয়ালে ধাক্কা লাগে মোটরসাইকেলটির।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের পাংশা উপজেলা স্বাস্থ‌্য কমপ্লে‌ক্সে নিয়ে গেলে চি‌কিৎসক শুভ ও নিলয়কে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী আসমত বলেন, ‘আমার সামনেই দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের গ‌তি ছিল অনেক বে‌শি। তাদের আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে নিলয় ও শুভকে হাসপাতালে আনার আগেই মারা যায়। আহত রিফাতের অবস্থা আশঙ্কাজনক।’

দুর্ঘটনায় হাত ভেঙে যাওয়ায় উন্নত চি‌কিৎসার জন‌্য রিফাতকে ফ‌রিদপুর পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

সুমন বিশ্বাস/নাইমুর/