বাংলাদেশস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূত মাইকেল মিলার সিলেটের দলদলী চা বাগানের এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (একডো) প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় চা শ্রমিকদের অভ্যর্থনায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে মাইকেল মিলারের নেতৃত্বে একডো ও ত্রাণ সংস্থা অক্সফামের প্রতিনিধিদল চা-বাগানে পৌঁছালে সেখানকার নারী চা শ্রমিকরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ঐতিহ্যবাহী ঝুমুর নৃত্যের তালে তালে শঙ্খ বাজিয়ে অতিথিদের স্বাগত জানান।
চা শ্রমিকদের এই অভ্যর্থনায় মুগ্ধ মাইকেল মিলার। পরে প্রতিনিধি দলটি একডো আয়োজিত নারী চা শ্রমিকদের উঠান বৈঠকে অংশগ্রহণ করে এই খাতে শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন।
দলটি প্রথমে বুধবার দুপুর দুইটার দিকে একডো কার্যালয়ে আসেন। এরপর একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ প্রকল্পের
কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলের কাছে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন।
এরপর প্রকল্পের সঙ্গে যুক্ত দলদলী চা বাগানের নারী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করতে দলদলী চা বাগানে যান তারা।
এসময় চা শ্রমিকরা কম মজুরি, অপর্যাপ্ত রেশন, চা বাগানের চিকিৎসা ও শিক্ষার দুরবস্থাসহ বিভিন্ন সমস্যার কথা জানান।
এরপর নারী চা শ্রমিকদের অধিকার উপজীব্যে মঞ্চায়িত পথ নাটক ‘সবুজ বৃক্ষের নীল কষ্ট’ উপভোগ করে প্রতিনিধিদল।
এই পরিদর্শন দলে ইইউ’র অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন কাউন্সিলর ও টিমলিডার, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট
জুরাতে স্মালস্কাইট মেরভিল, প্রোগ্রাম ম্যানেজার লায়লা জেসমিন বানু ও প্রোগ্রাম ম্যানেজার জুঁই চাকমা।
এদিকে আন্তর্জাতিক সহযোগী সংস্থা অক্সফাম ইন বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন, কান্ট্রি ডিরেক্টর আশিষ ড্যামলে, এডভোকেসি ও কমিউনিকেশন প্রধান মো. শরিফুল ইসলাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহাজাদী বেগম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর তারেক আজিজ, প্রোগ্রাম অফিসার খাদেজা আক্তার অন্তরা ওন কমিউনিকেশন অফিসার সামিউল ইসলাম।
এ প্রসঙ্গে একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ খবরের কাগজকে বলেন, ‘একডো নারী চা শ্রমিকদের মধ্যে নেতৃত্ব বিকাশের লক্ষ্যে সিলেট সদর উপজেলার দলদলী, কেওয়াছড়া ও হিলুয়াছড়া বাগানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় ‘লিডারশীপ ডেভেলপমেন্ট ফর টি গার্ডেন উইমেন ওয়ার্কারস অন দেয়্যার রাইটস’ প্রকল্পটি পরিদর্শনে এসেছিলেন বাংলাদেশস্থ ইউরোপীয় ইউনিয়নের (ই.ইউ) প্রতিনিধি প্রধান মি. মাইকেল মিলারসহ একটি প্রতিনিধিদল। তারা সরজমিনে চা শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন।’
এ সময় মিলার চা শ্রমিকদের দৃঢ় মনোবলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বলেও জানান তিনি।
নাইমুর/