ঢাকা ২৭ মাঘ ১৪৩১, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১

ফরিদপুরে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭ পিএম
ফরিদপুরে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
নিহত মো. শফিকুল ইসলাম উকিল। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের সালথায় নিজ দোকানের ভেতর থেকে মো. শফিকুল ইসলাম উকিল (৫০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন। 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারের  দোকানের আড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শফিকুল বাজারের পাশের ভাটপাড়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে। সে মা জবেদা হার্ডওয়্যার স্টোর নামে একটি দোকান চালাতেন।

নিহতের পরিবার জানায়, শফিকুল প্রায় একযুগ ধরে বড়দিয়া বাজারে রড-সিমেন্টে ও হার্ডওয়্যারের ব্যবসা করতেন। রাতে দোকানেই থাকতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। পরদিন সকালে তিনি দোকান না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা দোকানের সার্টার ভেঙে ভেতরে গিয়ে শফিকুলের মরদেহ দোকানের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। জানতে পেরেছি শফিকুল ব্যবসা করতে গিয়ে ক্রেতাদের ২০-২৫ লাখ টাকা টাকা বাকি দেন। সম্প্রতি হালখাতা করেও ওই টাকা তুলতে পারেনি। অন্যদিকে দোকানের পুঁজি ঠিক রাখতে ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নেন শফিকুল। তবে দেনাদাররা টাকা না দেওয়ায় ওই ঋণের টাকাও পরিশোধ করতে পারছিলেন না। ঋণের বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে তিনি চিন্তিত ছিলেন তিনি। ধারনা করা হচ্ছে ঋণের চাপেই তিনি আত্মহত্যা করেছেন।

সঞ্জিব দাস/মেহেদী

অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় গ্রেপ্তার ৩

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম
অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় গ্রেপ্তার ৩
খবরের কাগজ গ্রাফিকস

অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে কুমিল্লার মুরাদনগর, সদর দক্ষিণ ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের গ্রেপ্তার করে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার তিনজন হলেন- মুরাদনগর উপজেলার ৫ নং পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জীবন মিয়া (৪৫), দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের যুবলীগের সদস্য আলাউদ্দিন অজি (৪৮) এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদর দক্ষিণ উপজেলার একটি ইউনিয়নের সদস্য ফয়সাল তানভীর তামিম (১৭)।

গ্রেপ্তারদের মধ্যে ছাত্রলীগ কর্মী ফয়সাল তানভীর তামিমকে শিশু আদালতে পাঠানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতা জীবন মিয়ার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা রয়েছে। আর যুবলীগ কর্মী আলাউদ্দিন অজি ৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে গুলি করে বাবু নামের একজনকে হত্যার মামলায় এজাহারনামীয় আসামি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের সঙ্গে অপারেশন ডেভিল হান্টের যৌথ অভিযান ছিল। ওই অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পূর্বে তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলাসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে।

জহির শান্ত/মাহফুজ

নাটোর জেলা বিএনপির সকল ইউনিট বিলুপ্ত

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম
নাটোর জেলা বিএনপির সকল ইউনিট বিলুপ্ত
ছবি: খবরের কাগজ

নাটোর জেলা বিএনপির সকল উপজেলা, পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি কমিটি  বিলুপ্ত করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ।

রহিম নেওয়াজ জানান, রবিবার সকালে ঢাকা নয়াপল্টন বিএনপি কার্যালয়ে নাটোর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

তিনি ওই সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন সদস্য সচীব আসাদুজ্জামান। ওই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের রাজশাহী বিভাগীয় উপদেষ্টা কাউন্সিল সমন্বয়ক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত ও সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম।

সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নাটোর জেলার সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণার সিদ্ধান্ত হয়। তিনি আরও জানান, শীঘ্রই নতুনভাবে সকল ইউনিট কমিটি গঠিত হবে।

কামাল মৃধা/মাহফুজ

 

তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে সরকার: আসিফ মাহমুদ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম
তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে সরকার: আসিফ মাহমুদ
রংপুরে ‘তিস্তা নদী নিয়ে করণীয় শীর্ষক’ গণশুনানিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: খবরের কাগজ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে, যাতে ভারত বাধ্য হয় চুক্তিতে স্বাক্ষর করতে। ২০১১ সাল থেকে বাংলাদেশ তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায়ের জন্য একটি খসড়া নিয়ে ঘুরছে। বিগত ফ্যাসিবাদী সরকার ভারতকে শুধু ছবি তোলার সুযোগ দিয়েছে, কিন্তু তিস্তার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শিরদাঁড়া উচ্চ করে দাঁড়িয়েছে। তিস্তা চুক্তি বাস্তবায়নে এবং পানির হিস্যা আদায়ের ক্ষেত্রে ভারতের সঙ্গে মাথা উচ্চ করে কথা বলবে বাংলাদেশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু এলাকায় ‘তিস্তা নদী নিয়ে করণীয় শীর্ষক’ গণশুনানিতে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, পতিত হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা ভারতের কাছে কিছুই আদায় করতে পারেনি। এসময় উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ দেওয়া এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া তিস্তা নদী নিয়ে স্থানীয় জনগণের উদ্বেগ ও চাহিদা শোনা যায়, যেখানে তারা বর্তমান সরকারের আমলে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়াও রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল ইসলাম, নদী গবেষক নজরুল ইসলাম হক্কানী, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আতিক মুজাহিদসহ অন্যান্য নেতারা গণশুনানিতে উপস্থিত ছিলেন।

সেলিম সরকার/মাহফুজ

নওগাঁয় শহিদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম
নওগাঁয় শহিদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ছবি: সংগৃহীত

নওগাঁয় শহিদ জিয়াউর রহমান আন্ত:উপজেলা ফুটবল-২৫ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ঐতিহাসিক মঙ্গলবাড়ী ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।

উদ্বোধনী খেলায় অংশ নেয় জয়পুরহাট উপজেলা বনাম পাঁচবিবি উপজেলা। ৪-৩ গোলে জয়লাভ করে জয়পুরহাট উপজেলা।

খেলার আয়োজন করে মঙ্গলবাড়ী নওগাঁর ধামইরহাট সবুজ সংঘ ও পাঠাগার। খেলা পরিচালনা করে জাহানপুর ইউনিয়ন ছাত্রদল। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধামইরহাট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার কায়সার বুলবুল, নওগাঁ জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার হোসেন ফিরোজ, ধামইরহাট উপজেলা মহিলা দলের সহ-সভানেত্রী মৌসুমী চৌধুরী প্রমুখ।

শফিকুল ইসলাম/

নতুন নামে নতুন অঙ্গীকারে স্টার্ক বাংলাদেশ এখন বাংলালিডস

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫২ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২ পিএম
নতুন নামে নতুন অঙ্গীকারে স্টার্ক বাংলাদেশ এখন বাংলালিডস
ছবি: সংগৃহীত

গত ৭ বছর ধরে সামাজিক উন্নয়ন ও যুবসমাজের ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সংগঠন স্টার্ক বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের নাম পরিবর্তন করে বাংলালিডস নামে আত্মপ্রকাশ করেছে। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পরিচালনা পর্ষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চট্টগ্রামের চেরাগী মোড়ের ফয়েজ নূর নাহার মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।

নাম পরিবর্তনের মাধ্যমে সংগঠনটি তার নতুন অঙ্গীকার ও কর্মপরিকল্পনাকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে চায়। বাংলালিডস নামটি বাংলাদেশের যুব নেতৃত্ব, সামাজিক পরিবর্তন এবং শিক্ষার প্রসারে সংগঠনের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

বাংলালিডসের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফরুল হাসান বলেন, ‘জলবায়ু শিক্ষা নীতি সংস্কার নিয়ে বিগত পাঁচ-ছয় মাস আমরা কাজ করছি এবং পরিকল্পনা করছি। আগামী এপ্রিল মাসে চট্টগ্রামে প্রথমবারের মতো জলবায়ু শিক্ষা নীতি সম্মেলনের আয়োজন করা হবে। পরবর্তী সময়ে ঢাকা ও সিলেটেও এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা জলবায়ু শিক্ষাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাহিদুল ইসলাম ইমন জলবায়ু শিক্ষা নিয়ে বাংলালিডসের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিটকে আমরা হৃদয়ে ধারণ করি। এই স্পিরিট আমাদের কাজে প্রকাশিত হওয়ার লক্ষ্যে আমাদের নামের এই পরিবর্তন। আমরা বিশ্বাস করি, বাংলালিডস নামটি আমাদের নতুন অঙ্গীকার ও দায়িত্ববোধকে প্রতিফলিত করবে।’

বাংলালিডসের নতুন পরিচয় ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গুণী ব্যক্তি, সামাজিক কর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ এবং তরুণ নেতারা উপস্থিত ছিলেন। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজনে ছিল, নাম পরিবর্তন ও নতুন লক্ষ্য ঘোষণার আনুষ্ঠানিকতা, জলবায়ু শিক্ষা, সামাজিক উন্নয়ন ও তারুণ্যের ভূমিকা নিয়ে প্যানেল আলোচনা, বাংলালিডসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন বাংলালিডস আগামী দিনে জলবায়ু শিক্ষা, যুব নেতৃত্ব উন্নয়ন, এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাবে। জুন ২০২২ সালে Project Aware With Us কর্মসূচির মাধ্যমে জলবায়ু শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কাজ শুরু হয়েছিল, যা আজ নীতিগত পরিবর্তনের দাবিতে রূপান্তরিত হয়েছে।

সংগঠনটি বাংলাদেশে পরিবেশ ও জলবায়ু শিক্ষাকে শিক্ষা ব্যবস্থার মূলধারায় নিয়ে আসতে এবং তারুণ্যের দক্ষতা উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।

নিলয়/মাহফুজ/