ঢাকা ২৯ মাঘ ১৪৩১, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
English
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

রয়েছে একাধিক সিন্ডিকেট কুমিল্লা-ফেনীর সীমান্ত পেরিয়ে মাদক চট্টগ্রামে

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:০৬ এএম
কুমিল্লা-ফেনীর সীমান্ত পেরিয়ে মাদক চট্টগ্রামে
কুমিল্লার ধুলিপাড়া এলাকার চট্টগ্রাম রোডে সম্প্রতি জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ গাঁজাসহ দুজনকে আটক করা হয়/ সংগৃহীত

কুমিল্লা ও ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্য দেশে প্রবেশ করে। এর পর বিভিন্ন চক্রের সদস্যদের মাধ্যমে এসব মাদক চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় মদ, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা। মাঝে মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), র‌্যাব ও পুলিশের অভিযানে কিছু মাদক ধরা পড়লেও এর বিশাল অংশ মাদকসেবীদের হাতে পৌঁছে যায়।

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ভারতীয় ফেনসিডিল, হলুদ ইয়াবা, গাঁজা, ট্যাপেন্ডাটল ট্যাবলেট সীমান্ত পার হয়ে দেশে প্রবেশ করছে। বিভিন্ন সিন্ডিকেট এসব মাদকদ্রব্য চট্টগ্রামে পাচার করছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকার দুই শতাধিক কারবারি এ পাচারের সঙ্গে জড়িত। তারা সব সময় থাকে ধরাছোঁয়ার বাইরে। মাঝে মধ্যে পরিবহনকারীরা ধরা পড়ে। পাচারকারীরা ফেনসিডিলের ক্ষেত্রে পিকআপ, মাইক্রোবাস ব্যবহার করলেও ইয়াবার ক্ষেত্রে ব্যবহার করে মোটরসাইকেল। 

জানা গেছে, চট্টগ্রাম নগরীর সিআরবির বয়লার বস্তি ও ফলমন্ডি কলোনি এলাকায় গেল বছরের ২০ নভেম্বর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে যৌথ বাহিনী। এ অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। তাদের কাছ থেকে অবৈধ ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নগদ ১৫ লাখ টাকা জব্দ করা হয়। সে সময় উদ্ধার করা মাদকগুলো ফেনী সীমান্ত হয়ে চট্টগ্রাম নগরে নিয়ে আসা হয়েছে বলে জানতে পারে যৌথ বাহিনী। গত ৪ ডিসেম্বর র‌্যাবের পৃথক দুটি অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
  
গত ৩ জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রামের জুবিলী রোডের রূপালী ব্যাংকের পেছনে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ প্রায় পাঁচ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করে র‌্যাব-৭। এ সময় চার মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়। একই দিন ফেনী মডেল থানার ফতেহপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়। পরদিন কুমিল্লা থেকে চট্টগ্রামে মাদক আনার খবর পেয়ে বায়জিদ বোস্তামি লিংক রোড এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ১০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর র‌্যাব জানতে পারে, কুমিল্লার বিভিন্ন সীমান্ত থেকে কম দামে গাঁজা কিনে এনে একটি চক্র চট্টগ্রাম নগরের মাদকসেবীদের কাছে বেশি দামে বিক্রি করছে।

৯ জানুয়ারি ৩০ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ওই মোটরসাইকেল দিয়ে মাদক পরিবহন করা হতো বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে মাদক এনে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  

ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত এক বছরে ফেনী জেলায় ৫৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গাঁজা উদ্ধার করা হয়েছে ৫৪ কেজি, ট্যাপেন্ডাটল ট্যাবলেট দুই হাজার ১৭০ পিস, বিদেশি মদ ৩০৪ বোতল বা ৬৭৫ মিলিলিটার, ফেনসিডিল ১৩৬ বোতল এবং জব্দ করা বিয়ার ক্যানের পরিমাণ ২২টি। এক বছরে জেলায় দুই হাজার ৬৮২টি অভিযান চালানো হয়েছে। মামলা হয়েছে ২৩৬টি। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় জেলা থেকে ২৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, এক বছরে ৫৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে, গাঁজা ৫৮৪ কেজি, ফেনসিডিল ২৯৩ বোতল, বিদেশি মদ ৩৪ বোতল, ট্যাপেন্ডাটল ট্যাবলেট ১৬ পিস, চোলাই মদ ২৫ লিটার জব্দ করা হয়। কুমিল্লায় মোট মামলা হয় ৩৭০টি, মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ২৫৫টি।  অভিযান চলে ১ হাজার ৭৫০টি। 

চট্টগ্রাম মেট্রো এলাকায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত এক বছরে ১ হাজার ৯৪৫টি অভিযান পরিচালনা করে। এতে ৩৭২টি মামলা করা হয়। এ ছাড়া ইয়াবা উদ্ধার করা ১ লাখ ২২ হাজার ৬৬৭ পিস, গাঁজা ৬৫ কেজি, বিলাতি মদ ৭২ বোতল, বিয়ার ২০ ক্যান, চোলাই মদ প্রায় ১ হাজার লিটার। 

অন্যদিকে চট্টগ্রাম জেলা এলাকায় ১ হাজার ৮৮৮টি অভিযানে ২৮২টি মামলায় ৩০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা উদ্ধার করা হয়েছে প্রায় ৯০ হাজার পিস, গাঁজা ৬৮ কেজি, চোলাই মদ ১ হাজার ৬৫ লিটার জব্দ করা হয়েছে। 

বাংলাদেশ বর্ডার গার্ড ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, ‘আমরা সীমান্তে সব সময় সতর্ক অবস্থানে থাকি। মাদকদ্রব্য যখন সীমান্ত অতিক্রম করে পাচারকারীরা নিয়ে আসেন তখন আমরা ধরি। যেকোনো চোরাচালান বন্ধে বর্ডার গার্ড সতর্ক অবস্থানে রয়েছে।’ 
 
চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা বলেন, ‘ভারতীয় সীমান্ত দিয়ে মাদক দেশে প্রবেশ করে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), র‌্যাব ও পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য ঢাকা ও চট্টগ্রামে শহরে ছড়িয়ে পড়ছে।’

র‌্যাব-৭-এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর সাদমান সাকিব জানান, ভারতীয় মাদক চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ধরা পড়ছে। সম্প্রতি র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা ধরা পড়েছে। এ ছাড়া বিদেশি মদও রয়েছে। এগুলো কারবারিরা কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আনছে। আমরা সব সময় তৎপর রয়েছি। বিভিন্ন মাদকের আস্তানায় অভিযান অব্যাহত রয়েছে।

হাতিয়ায় ৩ জেলেকে পিটিয়ে ডাকাত সাজানোর চেষ্টা

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম
হাতিয়ায় ৩ জেলেকে পিটিয়ে ডাকাত সাজানোর চেষ্টা
পিটুনির শিকার তিন জেলে। ছবি: খবরের কাগজ

নিজেদের ঘর থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তিনজনকে পিঠিয়ে করা হয় অজ্ঞান। ডাকাত হিসাবে জোরপূর্বক নেওয়া হয় স্বীকারোক্তি। সঙ্গে দেওয়া অস্ত্র, জোর করে সম্মতিও নেওয়া হয়। এসময় পরিবারের লোকজন বাঁচাতে এলে তাদেরকেও লাঞ্চনা করা হয়। পরে ডাকাত তকমা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 এর আগে পুরো ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়। জেল ফেরত এক বিএনপি নেতাকে দেখতে যাওয়ার অপেরাধে এই বর্বরোচিত ঘটনার শিকার হন নোয়াখালী হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের তিন জেলে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে জাহাজমারা ইউনিয়নের কাদেরিয়া সুইচগেইট এলাকার সরকারি ব্যারাক হাউজে এই ঘটনা ঘটে।
আহত তিন জেলে হলো- ওইএলাকার আলী আজ্জমের ছেলে ফখরুউদ্দিন (২৮), মো. দিলুর ছেলে শাহারাজ (২৭) ও কামাল উদ্দিনের ছেলে মো. কাউসার (২৭)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আহত তিনজন পেশায় জেলে। ঘটনার দিন জাহাজমারা ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি হাসান মাঝি দীর্ঘদিন পর জেল থেকে বের হলে তাকে দেখতে তার বাড়িতে যায় শাহারাজ, ফখরুউদ্দিন ও কাউসার। হাসান মাঝির সঙ্গে দেখা করার অপরাধে ওই দিন রাত ১০টায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের হামলা ও বেধড়ক পিটুনির শিকার হন তিন জন। পরে তাদেরকে পিটিয়ে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। 

ভূয়া রকেট লঞ্চার সামনে দিয়ে ডাকাত সাজিয়ে স্বীকারোক্তি আদায়ে ভিডিও ধারণ করে। এখানে শেষ নয়, থানায় ফোন করে ডাকাত ধরা হয়েছে বলে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। থানার প্রধান ফটকে দেখা হয় জেলে কাউসারের মা জাহেরা খাতুনের সঙ্গে। সাংবাদিকদের দেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে জাহেরা জানান, তার সন্তানসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত কিংবা মৌখিক কোনো অভিযোগ কখনো আসেনি। তারা সব সময় নদীতে থাকেন। রাতে তাদেরকে ঘর থেকে ডেকে এনে বেধড়ক পিটানো হয়। এসময় বার বার অনেকের পায়ে ধরেও নিজের ছেলেকে বাঁচাতে পারেননি বলে জানান জাহেরা।

এ বিষয়ে জাহাজমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের জানান, থানায় সোপর্দ করা তিন জন সরাসরি ডাকাতির সঙ্গে জড়িত থাকার ঘটনা তিনি জানেন না। তবে বিগত সরকারের আমলে তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকতে পারেন।

বিএনপি নেতা হাসান মাঝি জানান, এখানে সরকারি ব্যারাকের অনেক মানুষ আমাকে দেখতে এসেছে। তাদের মধ্যে ব্যারাকে বসবাস করা তিনজনকে বেধড়ক পিটিয়ে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেন।

এবিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, ডাকাত হিসেবে থানায় সোপর্দ করা ৩ জনের বিষয়ে আমরা ক্ষতিয়ে দেখেছি। তবে এখন পর্যন্ত তাদের অতীতে রেকর্ডে কোনো ডাকাত কিংবা কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। তাদের কাছে পাওয়া রকেট লঞ্চার বাস্তবে কোনো রকেট লঞ্চার না। এটি আসলে একপ্রকার সমুদ্রে ব্যবহৃত প্যারাস্যুট সিগনাল বাতি। তবে এ বিষয়ে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। থানায় সোপর্দ করা তিনজনকে তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য জাহাজমারা ফাঁড়ি থানার ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মো: হানিফ উদ্দিন সাকিব/মাহফুজ

মাদারীপুরের শিবচরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পিএম
মাদারীপুরের শিবচরে পৃথক দুর্ঘটনায় নিহত ২
খবরের কাগজ গ্রাফিকস

ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ

মাদারীপুরে শিবচরে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক সাগর সরদার (৩৫) নিহত হয়েছে। নিহত সাগর সরদার শরীয়তপুর জেলা পালং উপজেলা রুদ্রকর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় জেলার শিবচরের দ্বিতীয়খন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাগর সরদার জেলার শিবচর বাজারের দোকানে টিন পৌঁছে দিয়ে নছিমন নিয়ে শরীয়তপুর ফিরছিলেন। তার নছিমনটি দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় আসলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সাগর সরদার নছিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্রেনে কাটা পড়ে নারীর মুত্যু

অন্যদিকে সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রেললাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের সঙ্গে ওই নারীর ধাক্কা লাগে। এসময় ওই নারী ছিটকে রেললাইন থেকে দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘আমরা দুইটি ঘটনার খবর পেয়েছি। ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আর মরদেটি থানায় রয়েছে। অন্যদিকে যেহেতু রেলে কাটা পড়ে মারা গেছে, সেহেতু বিষয়টি রেল পুলিশ দেখবে। আমরা রেল পুলিশকে অবগত করেছি।’

মো. রফিকুল ইসলাম/মাহফুজ 

 

বরিশালে দেশীয় তৈরি ৫টি পাইপগান উদ্ধার

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম
বরিশালে দেশীয় তৈরি ৫টি পাইপগান উদ্ধার
ছবি: খবরের কাগজ

বরিশালের বাবুগঞ্জ থেকে দেশীয় তৈরি পাঁচটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনে খান বাড়ির পুকুর পাড় থেকে ব্যাগভর্তি ওই অস্ত্র উদ্ধার করা হয়। মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দুপুরে রহমাত পুরন-খানপুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুরের পাড়ে গেলে ব্যাগটি দেখতে পায়। পরবর্তীতে তারা খান বাড়ির লোকজনে জানালে তারা ব্যাগভর্তি অস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উপ পুলিশ কমিশনার সুশান্ত কুমার সরকার বলেন, গত রাতে তারা রহমতপুর এবং চাঁদপাশা ইউনিয়নে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করেন। ওসময় কাউকে আটক করতে পারেননি। তবে ওই ঘটনা টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পুকুরের পাড়ে অস্ত্রগুলো ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। এই অস্ত্র কারা ব্যবহার করত, কোথা থেকে আসছে তা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মঈনুল ইসলাম সবুজ/এমএ/

সিলেটে চা শ্রমিকদের অভ্যর্থনায় মুগ্ধ ইইউ দূত

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম
সিলেটে চা শ্রমিকদের অভ্যর্থনায় মুগ্ধ ইইউ দূত
সিলেটে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারকে বরণ করে নিচ্ছেন এক নারী চা শ্রমিক। ছবি: খবরের কাগজ

বাংলাদেশস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূত মাইকেল মিলার সিলেটের দলদলী চা বাগানের এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (একডো) প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় চা শ্রমিকদের অভ্যর্থনায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে মাইকেল মিলারের নেতৃত্বে একডো ও ত্রাণ সংস্থা অক্সফামের প্রতিনিধিদল চা-বাগানে পৌঁছালে সেখানকার নারী চা শ্রমিকরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ঐতিহ্যবাহী ঝুমুর নৃত্যের তালে তালে শঙ্খ বাজিয়ে অতিথিদের স্বাগত জানান।

চা শ্রমিকদের এই অভ্যর্থনায় মুগ্ধ মাইকেল মিলার। পরে প্রতিনিধি দলটি একডো আয়োজিত নারী চা শ্রমিকদের উঠান বৈঠকে অংশগ্রহণ করে এই খাতে শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন।

দলটি প্রথমে বুধবার দুপুর দুইটার দিকে একডো কার্যালয়ে আসেন। এরপর একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ প্রকল্পের
কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলের কাছে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন।

এরপর প্রকল্পের সঙ্গে যুক্ত দলদলী চা বাগানের নারী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করতে দলদলী চা বাগানে যান তারা।

এসময় চা শ্রমিকরা কম মজুরি, অপর্যাপ্ত রেশন, চা বাগানের চিকিৎসা ও শিক্ষার দুরবস্থাসহ বিভিন্ন সমস্যার কথা জানান।

এরপর নারী চা শ্রমিকদের অধিকার উপজীব্যে মঞ্চায়িত পথ নাটক ‘সবুজ বৃক্ষের নীল কষ্ট’ উপভোগ করে প্রতিনিধিদল।

এই পরিদর্শন দলে ইইউ’র অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন কাউন্সিলর ও টিমলিডার, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট
জুরাতে স্মালস্কাইট মেরভিল, প্রোগ্রাম ম্যানেজার লায়লা জেসমিন বানু ও প্রোগ্রাম ম্যানেজার জুঁই চাকমা।

এদিকে আন্তর্জাতিক সহযোগী সংস্থা অক্সফাম ইন বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন, কান্ট্রি ডিরেক্টর আশিষ ড্যামলে, এডভোকেসি ও কমিউনিকেশন প্রধান মো. শরিফুল ইসলাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহাজাদী বেগম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর তারেক আজিজ, প্রোগ্রাম অফিসার খাদেজা আক্তার অন্তরা ওন কমিউনিকেশন অফিসার সামিউল ইসলাম।

এ প্রসঙ্গে একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ খবরের কাগজকে বলেন, ‘একডো নারী চা শ্রমিকদের মধ্যে নেতৃত্ব বিকাশের লক্ষ্যে সিলেট সদর উপজেলার দলদলী, কেওয়াছড়া ও হিলুয়াছড়া বাগানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় ‘লিডারশীপ ডেভেলপমেন্ট ফর টি গার্ডেন উইমেন ওয়ার্কারস অন দেয়্যার রাইটস’ প্রকল্পটি পরিদর্শনে এসেছিলেন বাংলাদেশস্থ ইউরোপীয় ইউনিয়নের (ই.ইউ) প্রতিনিধি প্রধান মি. মাইকেল মিলারসহ একটি প্রতিনিধিদল। তারা সরজমিনে চা শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন।’

এ সময় মিলার চা শ্রমিকদের দৃঢ় মনোবলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বলেও জানান তিনি।

নাইমুর/

না ফেরার দেশে গদখালির ফুল চাষের সূতিকাগার শের আলী

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম
না ফেরার দেশে গদখালির ফুল চাষের সূতিকাগার শের আলী
গদখালির ফুল চাষের সূতিকাগার শের আলী সরদার

যশোরের ঝিকরগাছার গদখালির ফুল চাষের সূতিকাগার শের আলী সরদার চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ফুল চাষের মাধ্যমে গদখালি এখন ফুলের রাজধানী নামে খ্যাত। 

ফুলচাষের পথ প্রদর্শক শের আলীর দেখানো পথে গদখালি ও পাশের গ্রাম পানিসারার প্রায় সবাই কমবেশি ফুল চাষ করেন। পানিসারার পার্শ্ববর্তী গ্রামেও এখন ফুল চাষ হচ্ছে। বর্তমানে এ এলাকায় প্রতিবছর প্রায় দুই হাজার হেক্টর জমিতে ফুল চাষ হয়। এ চাষে কর্মসংস্থান হয়েছে পাঁচ হাজার লোকের বেশি। এছাড়া ফুল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আরও ৫০ হাজার মানুষ। আর এসব সম্ভব হয়েছে শের আলীর কারণেই। প্রথমে তিনি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বীজ নিয়ে এসে এক বিঘা জমিতে রজনীগন্ধার চাষ শুরু করেন।

যশোর ফুল উৎপাদক ও বিপনন সমবায় সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, শের আলী সরদার ফুল চাষের প্রথম উদ্যোক্তা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম শের আলী সরদারের প্রথম জানাজা যোহরের নামাজর পর পানিসারায় তার নিজ বাড়িতে এবং দ্বিতীয় জানাজা আসরের নামাজের পর পানিসারা ফুল মোড়ে সম্পন্ন হয়। শের আলীর মৃতুতে আবদুর রহিম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এইচ আর তুহিন/মাহফুজ