
ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে মামলা দেওয়ায় বিএনপির কর্মী বাদী লাবলু সর্দারকে (৩৭) তুলে নেওয়ার অভিযোগ করেছেন উপজেলা বিএনপি।
শনিবার সন্ধ্যায় (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সচিব নূর জামান খসরু।
তিনি বলেন, গত ১৩ আগস্ট আলফাডাঙ্গা উপজেলায় দেশীয় অস্ত্র নিয়ে একটি মিছিল বের করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আর এ ঘটনার পর বিএনপির কর্মী লাবলু বিষয়টি নিয়ে মামলা করেন। মামলার পর শনিবার সন্ধ্যায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়। গত ১৫ জানুয়ারি ১৭০ জনসহ অজ্ঞাত তিন হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীর নামে এই মামলা দেওয়া হয়। আর এ মামলা দেওয়ার পরই এমন ঘটনা ঘটল বলে তিনি জানান।
শনিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাইফার রহমানের ব্যবহৃত একটি গাড়িতে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলেও তিনি জানান। তবে সেই গাড়িতে সাইফার ছিলেন কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আমরা এ বিষয়ে একটি মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সঞ্জিব দাস/জোবাইদা/