
কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ টাকা ও এক হাজার পিস ইয়াবাসহ এক বিএনপি নেতার স্ত্রী-ছেলেকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগী চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী।
আটক কাজল রেখা ওরফে কাজলি খাতুন (৪৬) ও তার ছেলে আব্রাহাম লিংকন (২০) উপজেলার মরিচা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর স্ত্রী ও ছেলে।
রবিবার (১৯ জানুয়ারি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা দৌলতপুর উপজেলার বৈরাগীরচর এলাকার লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালায়, এ সময় এক হাজার পিস ইয়াবা এবং ১৯ লাখ ৬৭ হাজার টাকাসহ কাজল রেখা ওরফে কাজলি খাতুন ও তার ছেলে আব্রাহাম লিংকনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
ওসি নাজমুল হুদা বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার টাকা ও এক হাজার পিস ইয়াবাসহ তার স্ত্রী-সন্তানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আজকেই আসামিদের কারাগারে পাঠানো হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্যসচিব শহিদ সরকার মঙ্গল বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। যদি এমন হয়ে থাকে, তবে আমরা তাকে দলের গঠনতন্ত্র অনুসারে দল থেকে বহিষ্কার করব।’
মিলন/সালমান/