
বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম বলেছেন ‘কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না ৷ আমরা আগের মতো নই ৷ আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী’। তিনি বলেন, আমরা শতভাগ দুর্নীতিমুক্ত থাকবো ৷ জনগণের সঙ্গে থাকবে সুসম্পর্ক ৷ মাদক, ইভটিজিং ও চাঁদাবাজি বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাই মিলে সমৃদ্ধ, ঐক্যবদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো ৷
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌর অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাকেরগঞ্জে সুশীল সমাজের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের শ্রেণিবৈষম্যহীন মানুষের সঙ্গে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, এডিশনাল এসপি (বাকেরগঞ্জ সার্কেল) মো. আলাউল হাসান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ ৷
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম ৷ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাকেরগঞ্জ থানা অফিসার ইন চার্জ সফিকুল ইসলাম ৷
সভায় আরও উপস্থিত ছিলেন- বাকেরগঞ্জ উপজেলা পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার প্রমুখ ৷
এমএ/