
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে নির্মাণশ্রমিকদের আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ নির্মাণ শ্রমিকরা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত বুধবার সন্ধ্যায় একটি নির্মাণাধীন ভবনে চুরির ঘটনাকে কেন্দ্র করে সিইপিজেডের ভেতরে পোশাক ও নির্মাণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মধ্যে আবার সংঘর্ষ হয়। ওই সময় নির্মাণাধীন ভবনের নিচে থাকা দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ‘বুধবারের ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সিইপিজেডের ভেতরে পোশাক শ্রমিক ও নির্মাণ শ্রমিকদের সঙ্গে আবার সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়। নির্মাণ শ্রমিকরা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনটি শিশু ঢুকেছিল। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে। পরে পোশাক শ্রমিকরা একজন শিশু নিখোঁজ রয়েছে, এমন অভিযোগ তুলে নির্মাণ শ্রমিকদের ওপর চড়াও হয় এবং মারধর করে। এ সময় ওই সড়ক দিয়েই নৌবাহিনীর টহল গাড়ি যাচ্ছিল। নির্মাণ শ্রমিকদের তারা বাঁচাতে গেলে নৌবাহিনীর গাড়ি আটকিয়ে উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী-র্যাব ও পুলিশ গিয়ে রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।