
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে।
শনিবার ভোরে গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়ার মৃত বেলাল উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, রাত সাড়ে তিনটার দিকে তেলকুপি বিওপির সীমান্তে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে ঘন কুয়াশার মধ্যে সাত-আটজন বাংলাদেশি চোরাকারবারী ভারতে যায়। এ সময় ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের টহলদল তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে হাবিল নামে এক চোরাকারবারী আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন।
এই ঘটনার প্রেক্ষিতে বিজিবি-বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয় মেম্বারের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক খবরের কাগজকে বলেন, রাতে সীমান্ত এলাকায় হাবিল গম খেতে পানি দিতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
অমিয়/